প্রথমবার বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল’

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সকল জল্পনা-কল্পনা শেষে বিপিএলের দশম আসরের গ্র্যান্ড ফাইনালে চারবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার ছুঁড়ে দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই কাঙ্খিত জয় তুলে নেয় তামিম বাহিনী। আর এতে করেই প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল’) শিরোপা জিতল বরিশাল।

এ দিন শুরুতেই টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। কুমিল্লার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সুনীল নারিন ও লিটন দাস। তবে এদিন বরিশালের বোলারদের তোপের মুখে পড়ে সেভাবে কেউই টিকতে পারেনি ক্রিজে।

প্রথম ওভারেই মাত্র ৫ রানে আউট হন নারিন। কুমিল্লার ইনফর্ম ব্যাটার তাওহীদ হৃদয় বেশিক্ষণ টিকতে পারেননি আজ। ব্যক্তিগত ১৫ রানে সাজঘরে ফেরেন তিনি। প্রথম কোয়ালিফায়ার জয়ের নায়ক ও কুমিল্লার অধিনায়ক লিটন দাসও আজ ব্যর্থ। ফেরেন মাত্র ১৬ রানে।

বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন জনসন চার্লস। তবে এ ক্যারিবিয়ান ব্যাটারও ১৫ রানের বেশি করতে পারেননি। পরে মঈন আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও মেহেদী মিরাজের অসাধারণ থ্রো-তে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মঈন আলীও। ব্যক্তিগত ৩ রানে রান আউট হন তিনি।

দলের ইনিংসের বাকিটা এগিয়ে নেন জাকের আলী ও আন্দ্রে রাসেল। শেষদিকে নেমে মিরপুরে ঝড় তোলেন রাসেল। তার ১৪ বলে অপরাজিত ২৭ রানের ঝড়ে লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা। অন্যপ্রান্তে ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন জাকের।’

প্রথম ইনিংস শেষে ১৫৪ রানে থামে লিটন বাহিনী। জবাবে ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করে বরিশাল। ওপেনিং-এ অধিনায়ক তামিম ও মেহেদী মিরাজ শুরুটা করেন উড়ন্ত। মাত্র ৩ ওভারে দুজন যোগ করেন ৪১ রান। তবে এরপর ধীরে ধীরে কমে আসে রান তোলার গতি।

পাওয়ার প্লে শেষে অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন দুই ওপেনার। ফেরার আগে তামিম ৩৯ ও মিরাজ ২৯ রান করেন। পরবর্তীতে মুশফিকুর রহিমের ধৈর্য আর কাইল মেয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে লক্ষ্যের দিকে এগোতে থাকে বরিশাল। শেষ দিকে ১৭তম ওভারে মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন দুইজনই। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৪৬ রান করেন মেয়ার্স ও ১৮ বলে ১৩ রান করেন মুশফিক।

শেষে মাহমুদুল্লাহ রিয়াদ (৭) ও ডেভিড মিলারের (৮) নৈপূণ্যে সহজে জয় তুলে নেয় তামিম বাহিনী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ’

নিজস্ব প্রতিবেদক: দেশে ব্যবহৃত অবৈধ মোবাইল ফোনগুলো শিগগিরই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ রোববার (২১ জানুয়ারি’) এক

যে দোয়ায় রুটিওয়ালার শেষ ইচ্ছাও পূরণ হলো

ইসতেগফার এমন এক ইবাদত, যা মানুষকে আল্লাহর কাছে ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হিসেবে কবুল করে নেয়। ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হলো এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতে দেরি; সে

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনার ভয়াবহ পরিকল্পনা ফাঁস

ঠিকানা টিভি ডট প্রেস: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে দাবি আদায়ে একরকম ‘স্থায়ী সংস্কৃতি’। ছোট-বড় যে কোনো ইস্যুতেই সড়ক অবরোধসহ কর্মসূচি দিয়ে আন্দোলনে

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা, নিহত অন্তত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া উত্তর গাজার

স্বামী-সন্তানসহ হেনরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর’) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী প্রসিকিউটর (সার্বিক)। আমিনুল ইসলাম বিষয়টি

ঢাকার ৭ আসনে জামায়াতের প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনে ঢাকা মহানগরী উত্তরের সাতটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে দলটির আমির ডা. শফিকুর রহমান ঢাকা ১৫