প্রথমবার বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল’

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সকল জল্পনা-কল্পনা শেষে বিপিএলের দশম আসরের গ্র্যান্ড ফাইনালে চারবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার ছুঁড়ে দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই কাঙ্খিত জয় তুলে নেয় তামিম বাহিনী। আর এতে করেই প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল’) শিরোপা জিতল বরিশাল।

এ দিন শুরুতেই টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। কুমিল্লার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সুনীল নারিন ও লিটন দাস। তবে এদিন বরিশালের বোলারদের তোপের মুখে পড়ে সেভাবে কেউই টিকতে পারেনি ক্রিজে।

প্রথম ওভারেই মাত্র ৫ রানে আউট হন নারিন। কুমিল্লার ইনফর্ম ব্যাটার তাওহীদ হৃদয় বেশিক্ষণ টিকতে পারেননি আজ। ব্যক্তিগত ১৫ রানে সাজঘরে ফেরেন তিনি। প্রথম কোয়ালিফায়ার জয়ের নায়ক ও কুমিল্লার অধিনায়ক লিটন দাসও আজ ব্যর্থ। ফেরেন মাত্র ১৬ রানে।

বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন জনসন চার্লস। তবে এ ক্যারিবিয়ান ব্যাটারও ১৫ রানের বেশি করতে পারেননি। পরে মঈন আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও মেহেদী মিরাজের অসাধারণ থ্রো-তে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মঈন আলীও। ব্যক্তিগত ৩ রানে রান আউট হন তিনি।

দলের ইনিংসের বাকিটা এগিয়ে নেন জাকের আলী ও আন্দ্রে রাসেল। শেষদিকে নেমে মিরপুরে ঝড় তোলেন রাসেল। তার ১৪ বলে অপরাজিত ২৭ রানের ঝড়ে লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা। অন্যপ্রান্তে ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন জাকের।’

প্রথম ইনিংস শেষে ১৫৪ রানে থামে লিটন বাহিনী। জবাবে ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করে বরিশাল। ওপেনিং-এ অধিনায়ক তামিম ও মেহেদী মিরাজ শুরুটা করেন উড়ন্ত। মাত্র ৩ ওভারে দুজন যোগ করেন ৪১ রান। তবে এরপর ধীরে ধীরে কমে আসে রান তোলার গতি।

পাওয়ার প্লে শেষে অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন দুই ওপেনার। ফেরার আগে তামিম ৩৯ ও মিরাজ ২৯ রান করেন। পরবর্তীতে মুশফিকুর রহিমের ধৈর্য আর কাইল মেয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে লক্ষ্যের দিকে এগোতে থাকে বরিশাল। শেষ দিকে ১৭তম ওভারে মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন দুইজনই। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৪৬ রান করেন মেয়ার্স ও ১৮ বলে ১৩ রান করেন মুশফিক।

শেষে মাহমুদুল্লাহ রিয়াদ (৭) ও ডেভিড মিলারের (৮) নৈপূণ্যে সহজে জয় তুলে নেয় তামিম বাহিনী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্রাজিলের সেই ৭-১ ট্র্যাজেডির এক দশক

ঠিকানা টিভি ডট প্রেস: সালটা ২০১৪, দিনটা ৮ জুলাই। চলছে ফিফা বিশ্বকাপ। ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে হট ফেভারিট হিসেবেই সেমিফাইনালে উঠেছে ফুটবলের পরাশক্তি ব্রাজিল। প্রতিপক্ষ

পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী সব খামার বন্ধের ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বৃহস্পতিবার

সিরাজগঞ্জ তাড়াশে মা-বাবা ও মেয়েকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও গলা কেটে খুন করা হয়েছে। নিহতরা হলেন তাড়াশ পৌর

রাজশাহী মহানগরীর বহরমপুরে মাদকের রমরমা ব্যবসা 

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বহরমপুরে মাদকে ছয়লাব হয়ে পড়েছে। হাত বাড়ালেই মিলছে মাদক। অদৃশ্য চাপে গ্রেফতার করতে গিয়ে হয়রানিতে পড়তে হয়েছে পুলিশ প্রশাসনকে। বহরমপুর এলাকায়

১২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া বিভিন্ন সময় আটক হওয়া ১২ জন বাংলাদেশিসহ মোট ১৯১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। জোহর রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, তাদের সাজার মেয়াদ

আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম