
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে একুশে বইমেলা পরিদর্শন করেছেন। স্বাধীনতা লাভের পর এই প্রথম জামায়াতের কোনো শীর্ষ নেতা দলীয়ভাবে কর্মসূচি নিয়ে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি নেতাকর্মীদের নিয়ে বইমেলা ঘুরে দেখেন।
জামায়াতের আমির শফিকুর রহমান দলীয় নেতাদের নিয়ে একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।
শফিকুর রহমান বইমেলায় যাবেন, সে ব্যাপারে দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানানো হয়েছিল। যার ফলে আগে থেকেই জামায়াত আমিরকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়েছিল।’