প্রথমবারের মতো সিরাজগঞ্জে জিরা চাষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সুপরিচিত ও জনপ্রিয় একটি মসলা জিরা। এই জিরা মসলা দেশের মানুষের চাহিদা পুরণের জন্য বিদেশ থেকে আমদানি করা হয়। এই মুল্যবান ফসল জিরা সিরাজগঞ্জে প্রথমবারের মতো চাষাবাদ শুরু করেছেন মাহবুবুল ইসলাম পলাশ নামে এক কৃষি উদ্যোক্তা। তার এই উদ্দ্যোগ দেখে স্থানীয় অন্য কৃষকদের মধ্যেও আগ্রহ বাড়ছে।’

জানা যায়, জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের মাহবুবুল ইসলাম পলাশ একজন কৃষি উদ্যোক্তা। তার সংগ্রহে রয়েছে হরেক রকম বিরল বৃক্ষের সংগ্রাহক। তিনি জাতীয় কৃষি পুরস্কারসহ একাধিক পুরস্কার পেয়েছেন। এই উদ্যোক্তা সখের বশে বাড়ির পাশে ১০ শতক জমিতে প্রথমবারের মতো বারি-১ জাতের জিরা চাষাবাদ শুরু করেছেন। উত্তমরুপে জমি চাষাবাদ করে সেখানে কৃষি বিভাগের পরামর্শে ৪শ’গ্রাম জিরা বীজ বপন করেছে।

স্থানীয়রা জানান, কৃষি উদ্যোক্তার নিজের প্রায় সাত বিঘা বাড়িতে ৩৪৫ প্রজাতির ৪ হাজার হরেক রকম বৃক্ষের সংগ্রহ রযেছে। ছোট বড় এসব গাছপালায় পুরো বাড়িটি সবুজে ঘেরা রয়েছে। মূলত বিরল বৃক্ষ সংগ্রহ এবং ফসল চাষাবাদে তার আগ্রহ বেশি। একারণে তিনি নিজের জমিতে জিরা চাষাবাদ শুরু করেছেন। তিনি আগের মতোই ভাল সাফল্য পাবে। জিরার ফলন ভাল পেলে আগামীতে এর চাষাবাদের পরিধি বাড়ানোর পাশাপাশি এলাকার কৃষকদের এই চাষাবাদের জন্য সহযোগিতা করবে বলে কৃষি উদ্যোক্তা জানিয়েছেন।

মাহবুবুল ইসলাম পলাশ বলেন, বগুড়ার মসলা গবেষণা থেকে ২ হাজার টাকায় ৪০০ গ্রাম জিরার বীজ সংগ্রহ করে ১০ শতাংশ জমিতে বীজ রোপণ করেছি। ঘরে তুলতে প্রায় ১১০ দিনের মতো সময় লাগে। আশা করছি ফলন ভালো হলে প্রায় ২০ কেজি জিরা হবে। প্রতি কেজি জিরার বীজ ৮ হাজার টাকা দরে বিক্রি করলে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মতো বিক্রি করা যাবে।

তিনি আরও বলেন, জিরার চাষে সফল হলে উপজেলার কৃষকদের সুলভ মূল্যে বীজ দেওয়ার চেষ্টা করব। এই জিরার চাষে আগ্রহী করতে পরামর্শসহ সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব যাতে কৃষকেরা জিরা চাষ করে লাভবান হয়। জিরার চাষের জন্য বালু-দোয়াশ মাটির উচ্চ স্থানে চাষ করলে ভালো হয়। ইতোমধ্যে এই জিরা চাষাবাদের জমি দেখতে আশেপাশের কৃষকেরা ছুটে আসছেন। তারাও চাষাবাদের আগ্রহ প্রকাশ করছেন।

কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণ জানান, নতুন ফসল হিসাবে মাহবুবুল ইসলাম পলাশ পরীক্ষামূলকভাবে জিরা চাষ করেছেন। তার জিরা চাষ কৃষি বিভাগ সার্বক্ষণিক নজরে রেখেছে। আমরা শেষ পর্যন্ত এটার ফলন কেমন হয় সেটা দেখব। তার পর অন্যদেরও উদ্বুদ্ধ করব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার ত্রিপুরার হাসপাতালও চিকিৎসা দেবে না বাংলাদেশিদের

অনলাইন ডেস্ক: শুক্রবার বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে কলকাতার জে এন রায় হাসপাতাল। এবার ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতালও এ সিদ্ধান্ত নিল। বাংলাদেশে ভারতের

যুক্তরাষ্ট্র থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক: এক কঠিন বাস্তবের মুখোমুখি যুক্তরাষ্ট্র। একদিকে ইসরাইলের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, অন্যদিকে গাজায় ত্রাণ পাঠিয়ে সবাইকে খুশি করার কৌশল নিয়েছে। আদতে শাক দিয়ে

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তান সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় জম্মু ও কাশ্মিরের উরি এবং পুঞ্চে

স্ত্রী প্রেমিকের সাথে চলে গেছে, এক মণ দুধ দিয়ে গোসল করে আবার দ্বিতীয় বিয়ে করেছে মামুন 

নিজস্ব প্রতিবেদক: ভালোবেসে বিয়ে করেছিলেন মামুন মোল্লা। বিয়ের পর ৭ বছর প্রেমিকা স্ত্রীকে নিয়ে সংসারও করেছেন। এক মাস হলো ভালোবেসে বিয়ে করা করা স্ত্রী পরকীয়া

সর্বহারা পার্টির পোস্টারিং, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় রাতের আঁধারে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে পোস্টারিংয়ের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার (৭

ত্রাণের বাকি টাকা কোথায়-জানালেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক: বন্যার্তদের সহযোগিতা তোলা অর্থের পুরোটা ব্যয় করতে পারেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অব্যবহৃত টাকা কোথায় গচ্ছিত রয়েছে সে বিষয়ে ধারণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের