‘প্রতিমা ভাঙচুরকারী ভারতীয় নাগরিক’ বিজ্ঞপ্তির পর ভোল পাল্টাল পুলিশ

ঠিকানা টিভি ডট প্রেস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য দুটি প্রতিমা ক্ষতিসাধনের অভিযোগে সঞ্জিত বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল প্রাথমিকভাবে তাকে ভারতীয় নাগরিক বলে চিহ্নিত করার বিষয়টি জানায় পুলিশ। তবে এরপর তিনি বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে দেশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এ সংস্থাটি।

ফরিদপুর জেলা পুলিশ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে-গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দী গ্রামের নিশিকান্ত বিশ্বাসের ছেলে।

এর আগে সোমবার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে সঞ্জিত বিশ্বাস ভারতীয় নাগরিক হিসেবে দাবি করা হয়েছিল। তাতে বলা হয়েছিল-সঞ্জিত ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস’) শৈলেন চাকমা বলেন, সঞ্জিত বিশ্বাস ভারতীয় নাগরিক এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। তিনি যে প্রতিমার ক্ষতিসাধন করেছেন-সে ব্যাপারেও আমরা নিশ্চিত নই। তবে ওই ব্যক্তিকে উন্মাদ বলে মনে হয়েছে।

মঙ্গলবার জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-গত সোমবার বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়াতে প্রকাশিত হলে সঞ্জিত বিশ্বাসের (৪৫) ছবি দেখে তার বাবা নিশিকান্ত বিশ্বাস (৭২) জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানান, আটক ব্যক্তি তার ছেলে।

‘‘তিনি (সঞ্জিত) মানসিকভাবে অসুস্থ, প্রায় ২৪-২৫ বছর বয়সে কাজের উদ্দেশ্যে ভারতে গিয়ে অনেকদিন ছিলেন পরবর্তীতে দেশে ফিরেন। তিনি প্রায় ৪ বছর আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তারপর আর বাড়িতে ফিরে আসেননি এবং পরিবারের সঙ্গে কোনো যোগাযোগও নেই সঞ্জিতের’’-জানান নিশিকান্ত বিশ্বাস।

এর আগে শনিবার দিবাগত জেলার রাতে ভাঙ্গা বাজারে অবস্থিত হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং ভাঙ্গা থানার সামনে অবস্থিত কালি মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জিত বিশ্বাসকে গত রবিবার রাত ৮টার দিকে আটক করে জিডির ভিত্তিতে সন্দেহজনক ধারায় (১৫১) গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয় পুলিশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশ সীমান্তে হঠাৎ ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন এবং দুই দেশের সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী

গৃহ বধুকে কূপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগী পরিবারকে মারধর, আদালতে মামলা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের টারুটিয়া এলাকায় গৃহবধূকে কুপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগীর পরিবারকে মারধরের অভিযোগ, আদালতে মামলা। মামলা সূত্রে জানাজায়, সলঙ্গা থানার টারুটিয়া

শেখ হাসিনাকে নিয়ে কেন এত গোপনীয়তা দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ক্ষমতা থেকে অপসারিত হয়ে চরম নাটকীয় পরিস্থিতিতে ভারতে পদার্পণ করেন শেখ হাসিনা-এর পর প্রায় তিন মাস হতে চললো। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো,

মসজিদ থেকে ৫ লাখ টাকা লুট, সমন্বয়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নির্মাণাধীন মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ভাঙচুর, মারধর এবং সেখান থেকে ৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে পিরোজপুর সদরে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০ বিলিয়নের উপরে পৌঁছেছে -গভর্নর 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ ব্যাংক এখন রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়ন ডলারের উপরে রয়েছে। গত পাঁচ মাসে

সংসদে অর্থবিল পাস

নিজস্ব প্রতিবেদক: কিছু সংশোধনীসহ আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য অর্থ বিল জাতীয় সংসদে পাস হয়েছে।শনিবার (২৯ জুন’) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে পাস হয়