গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কমে ‘অনুদানের রোগা গরু না নিয়ে ফিরে গেলেন ১০৭ উপকারভোগী’
শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদটি সম্পুর্ণ বানোয়াট, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তাই সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একটি কুচক্রীমহল প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার লক্ষে সংশ্লিষ্ট সংবাদ দাতাকে মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্য প্রদান করে সংবাদটি পরিবেশন করেছে।
সংবাদে রোগা ও কঙ্কালসার গরু সরবরাহের কথা বলা হয়েছে। কিন্তু গরু গুলো কি রোগে আক্রান্ত তাহা সংবাদে উল্লেখ নেই। দরপত্রের শর্ত অনুযায়ী তাড়াশ উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাড়ন্ত ষাঁড় বাছুর সরবরাহ করা হয়। এ প্রকল্পে
রোগা আক্রান্ত গরু সরবরাহের কোন সুযোগ নেই।
ওই সংবাদে প্রতিবেদক তার মনগড়া বক্তব্য তুলে ধরেছে বলে আমি মনে করি। সেই সাথে মেসার্স তুষার এন্টার প্রাইজকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে আমি খুবই মর্মাহত। প্রকৃতপক্ষে ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ করে প্রতিষ্ঠানের সুনাম চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে কে বা কারা প্রতিহিংসায় লিপ্ত হয়েছে। কাজেই আমি নিম্ন স্বাক্ষর কারি প্রকাশিত ওই সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
হাফিজুর রহমান স্বত্তাধিকারী মেসার্স তুষার এন্টার প্রাইজ ১ জে ইউ সুপার মার্কেট, সাভার, ঢাকা-১৩৪২।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.