নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহেদ আলী মাস্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৯০ মিনিটের জন্য তার প্যারোল মঞ্জুর করা হয়।
চেয়াম্যান ওয়াহেদ আলীর মাস্টারের মা হোসেনা বানু (৯০) গত শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে পাইকপাড়া ইউনিয়নের বড়ধূলিয়া গ্রামের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
প্যারোলে মুক্তি পেয়ে বিকেল ৪টার দিকে পুলিশ ওয়াহেদ আলীকে গ্রামের বাড়িতে নিয়ে যায়। তিনি জানাজা ও দাফনের আগ পর্যন্ত প্রায় ৯০ মিনিট সেখানে অবস্থান করেন। পরে পুলিশ পাহারায় তাকে আবার হবিগঞ্জ জেলা কারাগারে ফেরত নেওয়া হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর হক প্যারোলে মুক্তি পেয়ে তাদের জানাজায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.