নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুর পৌর মেয়র রাফিয়া জাহান বেবির কয়েকটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিব্রত।
তবে এর আগেও আরও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে এমন পরিস্থিতিতে তিনি ভিডিওগুলো সুপার এডিট দাবি করেছিলেন৷
বুধবার (১৩ মার্চ') দুপুরে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে স্থানীয়রা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিও ক্লিপ ও ছবিগুলোতে দেখা যায়, মেয়র রাফিকা জাহান ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি প্রকাশ করছেন। তিনি বিভিন্ন গানের সঙ্গে তাল মিলিয়ে অশ্লীল ভঙ্গিতে নাচছেন। তার পাশে আরও একজনকে নাচতে দেখা যায়। পরে আরেক ভিডিওতে দেখা যায়, ভিডিও কলে অপরপ্রান্তের কারও সঙ্গে বিবস্ত্র হয়ে কথা বলছেন তিনি।'
এ বিষয়ে সৈয়দপুর পৌর মেয়র রাফিয়া জাহান বেবির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, যারা এ বেয়াদবি করছে সেটাও নেত্রী দেখবেন এবং যে সাংবাদিকরা করছেন তাদেরও বিচার হবে।
প্রসঙ্গত, তার স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আখতার হোসেন বাদলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর সরাসরি মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন রাফিকা জাহান বেবি। এরপর পঞ্চম ধাপের পৌর নির্বাচনে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের এ নতুন মুখ প্রথমবার নির্বাচনে এসেই গৃহিনী থেকে মেয়র হয়েছেন৷'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.