নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে থাকবে না আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকসহ চার দলের প্রতীক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চূড়ান্ত পোস্টাল ব্যালটে কোনো নিষিদ্ধ বা স্থগিত প্রতীক থাকবে না। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে পোস্টাল ব্যালটে থাকবে ১১৫টি প্রতীক।
নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের পাশাপাশি নিবন্ধন বাতিল হওয়া ফ্রিডম পার্টি (‘কুড়াল’), ঐকবদ্ধ নাগরিক আন্দোলন (‘চাবি’) এবং পিডিপি (‘বাঘ’) প্রতীকও পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত হবে না।
নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে সবকিছু চূড়ান্ত। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে। তিনি আরও জানান, তফসিল প্রণয়নের সময় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৫। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আরও দুটি দল এই তালিকায় যুক্ত হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.