পোস্টারে ঘোষণা দিয়ে স্কুলছাত্রীকে অপহরণ,পুলিশ বলছে ‘প্রেম’

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘোষণা দিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ওই ছাত্রীর বাবা ফুলবাড়ী থানায় অভিযোগ করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) নওয়াবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামে ৩০টি হিন্দু পরিবার বসবাস করে। ২ সেপ্টেম্বর রাতে গ্রামের হিন্দু পাড়ায় কয়েকটি গাছে পোস্টার সেঁটে দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা বলছেন, ওই গ্রামে যে এক শিক্ষার্থীকে অপহরণ করা হবে এমন ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। তবে পুলিশের দাবি, পূর্বের হুমকির সঙ্গে এ ঘটনার সম্পর্ক নেই। গতকাল অপহরণ হওয়া শিক্ষার্থীর সঙ্গে অপহরণকারীর প্রেমের সম্পর্ক ছিল।

পরে গত ৪ সেপ্টেম্বর রনজিত চন্দ্র সেন নামে একজন ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুমের নির্দেশে গাছ থেকে চিঠিটি সরিয়ে ফেলা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বিকেল ৫টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মাদকদ্রব্য কারবারি আলিনুর রহমান (৩২)। ও তার সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে।’

স্থানীয়রা আরও জানায়, ১৭ বছর বয়সি মেয়েটি স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বুধববার বিকাল সাড়ে ৪টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। উপজেলার অনন্তপুর গ্রামের প্রয়াত আব্দুল হালিমের ছেলে আলিনুর রহমান (৩৫) ও তার দলবল এই অপহরণের ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। নওয়াবুর রহমান বলেন, ‘জিডি করেছিলেন ওই গ্রামের রনজিত চন্দ্র আর অপহরণ করা হয়েছে হিন্দু সম্প্রদায়ের আরেকজনের মেয়েকে। কাজেই ওই চিঠির সঙ্গে এই অপহরণের ঘটনার মিল খুঁজে পাওয়া যায়নি। অপহরণের ঘটনায় আলিনুর, তাঁর ভাই আল আমিন, ভগ্নিপতি আব্দুল হানিফ ও বোন রাশেদাকে আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম বলেন বিষয়টি শুনেছেন নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিবি কার্যালয়ে এসেও কাণ্ড ঘটিয়েছেন মাতাল নারীরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে সম্প্রতি কয়েকজন নারীর চুলোচুলি ও মারামারির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল’) গ্রেপ্তারের

জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান খালাস পেয়েছেন। এর আগে আপিল

রাজশাহীতে জলবায়ু প্রভাব এবং করণীয় বিষয়ক কর্মশালা

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে জলবায়ু প্রভাব এবং করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর,২০২৪) দিনব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের পরিপ্রেক্ষিতে অভিযোজন সক্ষমতা

ভূঞাপুরে ইউএনও’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

জহুরুল ইসলাম: ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে সোমবার (৯ সেপ্টেম্বর) মানববন্ধন করেছে ভূঞাপুরের সর্বসাধারণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদের  বদলীর আদেশ পত্র

পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে ডিবিএ

ঠিকানা টিভি ডট প্রেস: টানা দরপতন বেহাল দশা দেশের পুঁজিবাজারে। ধারাবাহিকভাবে সূচক কমতেছেই। আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা দিন দিন বাজার থেকে আস্থা হারাচ্ছে। এমন অবস্থায় জরুরি

অজ্ঞাত স্থান থেকে নতুন সরকারকে অভিনন্দন আ.লীগ নেতা হানিফের

নিজস্ব প্রতিবেদক: অজ্ঞাত স্থান থেকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। অন্তর্বর্তীকালীন সরকারকে এই