পোকায় খেল রাবিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নম্বরপত্র

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় জমা দেওয়া এইচএসসি ও এসএসসি পরীক্ষার নম্বরপত্র (মার্কশিট) পোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীর কাগজ এভাবে নষ্ট হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর’) বিভাগের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে শুরু হয় তীব্র সমালোচনা। এজন্য একে অন্যকে দায়ী করেছেন শিক্ষার্থী ও বিভাগটির শিক্ষক-কর্মচারীরা।

পোস্টে শিক্ষার্থী লিখেছেন, বিশ্ববিদ্যালয় ভর্তির সময় আমাদের কাছ থেকে যে অরিজিনাল সার্টিফিকেট নেওয়া হয়েছিল, এগুলার অবস্থা দেখেন। নৃবিজ্ঞান বিভাগের ২০-৩০ জন শিক্ষার্থীর ক্ষেত্রে এটি হয়েছে। এ বিষয়টি কোনোভাবেই এক্সিডেন্ট কিংবা আনসার্টেইন কিছু বলে পার করে দেওয়ার মতো না।

তিনি বলেন, আমাদের অনেকের তিনটি মার্কশিট বা সার্টিফিকেট পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যা রিস্টোর করার জন্য শিক্ষাবোর্ডে কয়েক মাসের একটা লম্বা প্রসেসের মধ্যে যেতে হয়, ফিনান্সিয়াল বিষয়ের কথা বাদই দিলাম। তার ওপর আমাদের অনেকের এসএসসি বা এইচএসসি আলাদা বোর্ডের, এক্ষেত্রে তাদের ঝাট-ঝামেলা আরও বেশি।

শিক্ষার্থী আরও বলেছেন, ডিপার্টমেন্ট আমাদের লাইফের এত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের সুরক্ষা নিশ্চিত কর‍তে পারেনি, এটা অবশ্যই আনপ্রফেশনাল এবং দায়িত্বজ্ঞানহীন কাজ। আমরা ডকুমেন্টস যেভাবেই জমা দিয়েছি, ঠিক সেভাবেই ফেরত চাই। অন্যের দায়িত্বহীনতার দায়ভার আমরা কেন নিতে যাব’?

দীর্ঘদিন ধরে রেজাল্ট দুর্নীতি, আওয়ামী সরকারের ক্ষমতা কাজে লাগিয়ে কিছু শিক্ষক শিক্ষার্থীদের মানসিকভাবে নির্যাতন, হেনস্তা, হুমকি ধামকি দিয়ে এসেছেন দীর্ঘদিন ধরে। তারা এখন শিক্ষার্থীদের জরুরি কাগজপত্রের দায়িত্ব পালন করতেও ব্যর্থ। যে ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের নিরাপত্তা দিতে পারে না, তারা কীভাবে শিক্ষার্থীদের একটা ভালো ভবিষ্যৎ উপহার দেবে, প্রশ্ন রাখেন তিনি।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইত্তেহাদুল ইসলাম প্রণুত লিখেছেন, এখানে অফিসের স্টাফদের অবশ্যই গাফিলতি আছে। তারা অজুহাত দিচ্ছে যে, তিন মাস বিভাগ বন্ধ ছিল-এজন্য এমন অবস্থা হয়েছে। কিন্তু আমাদের কাগজপত্রগুলা বিভাগের অফিসের ফ্লোরে পড়ে ছিল। এজন্য সহজেই পোকা কেটে নিছে। তারা এটি উঠিয়ে নিতে বলেছিল তিন-চার মাস আগে। এখন তারা এটা বলারও চেষ্টা করছে যে, আমরা ডকুমেন্টস ফেরত নিতে বলেছি। আপনারা নেননি, এক্ষেত্রে আপনাদের দোষ। সোজা বাংলায় ভিক্টিম ব্লেমিং করার ট্রাই করছে আমাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, কোনো জবাবদিহিতা নেই। একের পর এক ঘটনা ঘটে গেছে। আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর প্রাতিষ্ঠানিক রেজাল্ট খারাপ করিয়ে দেওয়া, হুমকি দেওয়া থেকে শুরু করে সব করেছে। কিন্তু শেষমেষ ডিপার্টমেন্ট প্রায় ২০-৩০ জন শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ধ্বংস করে ফেলল। এজন্যই কি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম’?

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক কাজী রবিউল আলম বলেন, ঘটনাটি জানার পর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। যাদের মার্কসিটের ফটোকপি নেই, তাদের বিভাগ থেকে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছি। আর এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্তের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। কারণ অ্যাকাডেমিক কমিটির মিটিং এ সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, ভর্তির কিছুদিন পর বিভাগে কাগজপত্রগুলো আসলে শিক্ষার্থীদের জানানো হয়, যেন তারা সেগুলো তুলে নেয়। অনেকে তুলে নিলেও কিছু সংখ্যক থেকে যায়। শিক্ষার্থীদেরও গাফিলতি আছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে চালা মৌজার হাজী কোরবান আলী শেখের জমি হাজী সবুর তালুকদার জোরপূর্বক দখলে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

এস.বি.রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের  নানা আয়োজনে জাতীয় শোক দিবস  পালিত 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট-২০২৩ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী

প্রেমের টানে ফেনীতে আমেরিকান তরুণী

নিজস্ব প্রতিবেদক: প্রেমের টানে ফেনীর সোনাগাজীতে এসে জামশেদ আলম রাজুকে (২৫) বিয়ে করেছেন আমেরিকান বংশদ্ভূত নারী সেন্ডোরা ব্রোক্স (৫৫) তিনি আমেরিকার ভার্জিনিয়া শহরের বাসিন্দা। সামাজিক

আহ্ প্রথম আলো! উহ্ ডেইলি স্টার

ঠিকানা টিভি ডট প্রেস: গত সাড়ে ১৫ বছর প্রথম আলো আর ডেইলি স্টার ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদের প্ল্যাটফর্ম। প্রথম আলো, ডেইলি

‘সংশোধিত শ্রম আইন পাশ হবে আগামী অধিবেশনে’’

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সংশোধিত শ্রম আইন আগামী অধিবেশনে পাস হবে। বুধবার (২৪ জানুয়ারি’) সচিবালয় শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে

২৪ এর গণবিপ্লব ছিল ভোটের অধিকার ফিরিয়ে আনার  এনায়েতপুরে বিএনপির স্মরণসভায় তারেক রহমান

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতা যে বিপ্লব ঘটিয়েছেন তা অবিস্মরণীয়। ২০২৪ এর বীরশহীদদের প্রতি শ্রদ্ধা তিনি বলেন, শহীদদের