পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পূর্বাভাস দেয়নি কোনও পক্ষ

ঠিকানা টিভি ডট প্রেস: হঠাৎ করেই ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাঘে প্রবল বর্ষণ ও প্রলংঙ্কারী এ বন্যার কোনও আগাম পূর্বাভাস ছিল না। গত ১৮ আগস্ট শুধু নদ-নদীর পানি বৃদ্ধির কথা বলেছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আর ভারতও এমন তথ্য জানানো হয়নি। ফলে ভয়াবহ বন্যার মুখে পড়েছে বাংলাদেশের গোটা একটি অঞ্চল।

জানা গেছে, ভারতে বড় ও আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তা জানানোর চর্চা যৌথ নদী কমিশনের রয়েছে। মুহুরী নদীর উজানে ভারতের নদী বিলুনিয়াতে তিন দিনে রেকর্ড বৃষ্টি হয়েছে। পানির উচ্চতা বেড়েছে। কিন্তু ভারতের পানিসম্পদ মন্ত্রণালয় থেকে কোনো বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়নি। ভারতের তিস্তা, ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকায় ভারী বৃষ্টি হলে তিন থেকে সাত দিন পরে ভাটিতে বাংলাদেশে আসে।

এরপর মৌসুমি বন্যা হয়। তবে ত্রিপুরায় ভারী বৃষ্টির পাঁচ থেকে আট ঘণ্টার মধ্যে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে এসেছে। এমন জরুরি পরিস্থিতিতে ভারতের তথ্য জানানো উচিৎ হলেও তারা জানায়। এ ব্যাপারে দুই দেশের চুক্তি হওয়া উচিত বলে মত সংশ্লিষ্টদের। গত ১৯ আগস্ট থেকে তিন দিন পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টি হয়েছে, যা ৫৩ বছরের মধ্যে সর্বোচ্চ। হঠাৎ অতিবৃষ্টি ও ঢল এবং পানি নামার পথ সংকুচিত হওয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে।’

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগস্ট মাসে পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি হয় না। মাসের শেষ দিকে টানা বৃষ্টি হলেও উপকূলীয় এলাকা থেকে মধ্যাঞ্চলে থাকে। আগস্টে আগেও ফেনী ও কুমিল্লায় ভারী বৃষ্টি হয়েছে, তবে স্থায়ী হয়নি। চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে।

ফেনীর পরশুরামে গত ২০ আগস্ট ৩০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ৫৩ বছরের মধ্যে সর্বোচ্চ। কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ১৯৬৮ সালের পর সর্বোচ্চ। ভারতের বিলোনিয়া নদীতে ২৪ ঘণ্টায় ১৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারত ও বাংলাদেশের ৫৪টি যৌথ নদীর পানি ও বন্যার তথ্যবিনিময় করা গেলে এবং বন্যার পূর্বাভাস উপস্থাপন করা গেলে বিপর্যয় হতো না বলে মত সংশ্লিষ্টদের।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরকার উদয় রায়হান গণমাধ্যমকে বলেন, গোমতী ও মাতামুহুরী নদীর ভারতীয় অংশে পানি বৃদ্ধির তথ্য তাদের ওয়েবসাইট থেকে পাওয়া যায়। তারাও দিনে দুবার তথ্য দেয়। কিন্তু এবার বিস্তারিত তথ্য জানায়নি। তথ্য না পেলে বন্যার বিস্তারিত ও সঠিক পূর্বাভাস দেওয়া কঠিন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে হামলা নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রকে দেওয়া ইসরায়েলের গোপন প্রতিশ্রুতি ফাঁস হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নালের

নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত অন্তত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় প্রাণঘাতী বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আফ্রিকার এই দেশটির উত্তরাঞ্চলে দফায়

দেশের ২২ প্রেক্ষাগৃহে ‘সুলতানপুর’

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘সুলতানপুর’। পলিটিক্যাল-অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি শুক্রবার (২ জুন) দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তথ্যটি নিশ্চিত করেছন নির্মাতা নিজেই।

রাজশাহী কলেজে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত 

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: পরিচয় সংস্কৃতি সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী কলেজের যৌথ আয়োজনে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

স্বচ্ছ তদন্তে বাংলাদেশ সরকারকে চাপ দিতে যুক্তরাজ্যের পার্লামেন্টে কথা বললেন রূপা ও আপসানা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতা ও হতাহতের ঘটনায় স্বচ্ছ তদন্তের জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান

জুমার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন বিএনপি কর্মী, গুলি করে জবাই করল দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি: জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জে এক বিএনপি কর্মীকে গুলি করার পর জবাই ও হাত পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।