নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকার পুলিশ সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়ে পুলিশ সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, সুপারিশগুলো স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। যেখানে গ্রেপ্তার, তল্লাশি, জিজ্ঞাসাবাদ, গায়েবি মামলা পরিহার, মানবাধিকার রক্ষা, থানা হাজতের পরিবেশ উন্নয়নসহ বহু সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে।
বিশেষভাবে জোর দেওয়া হয়েছে—রিমান্ডে স্বচ্ছ কাচঘেরা জিজ্ঞাসাবাদ কক্ষ স্থাপন, বডি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক, অনলাইন জিডি ও এফআইআর চালু, নারী ময়নাতদন্তে নারী পুলিশের অংশগ্রহণ এবং ভুয়া মামলা প্রমাণ হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির বিষয়টি নিশ্চিত করার ওপর।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এরই অংশ হিসেবে পাইলট প্রকল্প চালু হয়েছে।
জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বেশিরভাগ সুপারিশের বাস্তবায়ন আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধনের কথাও বলা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.