পুলিশ-ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষ সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: কোটা আন্দোলনকে কেন্দ্র করে বুধবার রাত ১০টা থেকে গভির রাত পর্যন্ত সিরাজগঞ্জ শহরের ইবি রোডে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের ভয়াবহ হামলা সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া,ইট-পাটকেল, রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই’) সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে আওয়ামীগের নেতারা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। এছাড়া বুধবার (১৭ জুলাই) বিকেলে ইসলামিয়া কলেজ মাঠ ও আশপাশের সড়কে পুলিশ-ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জের শহরের ইসলামিয়া কলেজ মাঠে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ দফায় দাফায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেলের দিকে তারা কোটা আন্দোলনে নিহত ৬ ছাত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মিছিল থেকে ২নং পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। তখন থেকেই সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে রাত ১০টার দিকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে।

এদিকে,গত (১৬ জুলাই) কোটা আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১৫ জন আহত হয়। সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপরে হামলা, মারপিটের ঘটনায় শহরের ২নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহাগ বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বলেন, দাবি আদায় ও কোটা আন্দোলন বর্তমানে ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। বিএনপি-যুবদল-ছাত্রদল ও ছাত্রশিবির আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে। তারা পুলিশ ফাঁড়িতে হামলা করেছে। আমরা তাদের প্রতিরোধ করতে গেলে আমাদের উপরও তারা হামলা চালায়। এতে ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু আরও বলেন, বিএনপি নিহত ৬ ছাত্রের গায়েবানা জানাযা করেছে। পরে তারা বিক্ষোভ মিছিল করেছে। এরপরের ঘটনাগুলো কারা করেছে আমরা জানিনা। হঠাৎ করে গতকাল রাত ১০টার দিকে শুনি আওয়ামীলীগের নেতারা বিএনপি অফিসে আগুন দিয়েছে। তিনি বলেন, এই আন্দোলন যেহেতু ছাত্রদের সেখানে ছাত্রদল অংশ গ্রহণ করতেই পারে। জাতীয়তাবাদী ছাত্রদল নামে ছাত্রদের সংগঠন। তবে বিএনপির কোনো নেতাকর্মী সেখানে ছিল না। সংঘর্ষে ছাত্রদল ও সাধারণ ছাত্রদের অনেকেই আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন।’

সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গতকাল বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মিছিল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ২নং পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।

এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে কোটা আন্দোলনকারীরা সিরাজগঞ্জ কড্ডারমোড়, ঝাঐল ওভার ব্রীজ, শাহজাদপুওে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও উল্লাপাড়ায় ছাত্ররা মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকার সাথে বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের ১৬ জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে য়ায়। বিকেলে তারা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়া এদিন ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে এনায়েতপুর সহ সিরাজগঞ্জের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বলে খবর পাওয়া গেছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, আমরা কঠোর অবস্থানে রয়েছি। শহর ও মহাসড়কে নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘœ ঘটাবে তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চীনকে হারিয়ে মংলা বন্দর ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মোংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার অধিকার অর্জনের মাধ্যমে ভারত একটি উল্লেখযোগ্য কৌশলগত বিজয় পেয়েছে। এটি এমন একটি পদক্ষেপ, যা আঞ্চলিক গতিশীলতার জন্য-বিশেষত

সন্ত্রাসের নাটের গুরুদের তালিকা করছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এখন সন্ত্রাস এবং সহিংসতায় রূপ নিয়েছে। এ সমস্ত সন্ত্রাস এবং সহিংসতার কারণে বেশ কিছু নেতাকর্মী প্রাণ হারিয়েছে।

রাজনীতি করার জন্য শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না: নাহিদ ইসলাম

ঠিকানা টিভি ডট প্রেস: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

‘বিএনপিতে যৌথ নেতৃত্বের প্রস্তাব’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতৃত্ব পরিবর্তন নিয়ে দলের অভ্যন্তরে চলছে নানা রকম মেরুকরণ। তৃণমূল থেকে দাবি উঠেছে, শীর্ষ নেতৃত্বের পরিবর্তনের জন্য। আন্তর্জাতিক মহল চাইছে যারা বাংলাদেশে

সিরাজগঞ্জে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২

মো: মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর

এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পেলে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এজন্য দ্রুত শতভাগ