পুলিশি হেফাজতে বডিবিল্ডার ফারুকের মৃত্যুর অভিযোগ তুলে নিতে ‘হুমকি’ 

নিজস্ব প্রতিবেদক: বডিবিল্ডার ফারুক হোসেনের মৃত্যুতে দিশেহারা তার পরিবার। তিন শিশু সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে স্ত্রী ঈমা আক্তারের। পরিবারের অভিযোগ, গত ১২ জানুয়ারি রাতে পুরান ঢাকার নাজিমউদ্দীন রোড থেকে আড়াইশ’ গ্রাম গাঁজা দিয়ে ফাঁসিয়ে ফারুককে আটক করে পুলিশ। পরে কায়েতটুলী ফাঁড়ি ও বংশাল থানায় নির্যাতনে মৃত্যু হয় তার।

ফারুকের স্ত্রী ঈমা আক্তারের দাবি, স্বামীকে ছেড়ে দিতে প্রথমে ১ লাখ টাকা চেয়েছিল পুলিশ। পরে দেয়া হয় কুপ্রস্তাব। তিনি বলেন, কায়েতটুলীর পুলিশ ১ লাখ টাকা চাইছে আমরা স্বামীকে ছাড়ার জন্যে। পরে বলে আপনি আমাদেরকে খুশি করেন, আমরা আপনার স্বামীকে ছেড়ে দেবো।

বাবাহারা ছোট ছোট তিন ছেলেকে নিয়ে এখন দিশেহারা ঈমা। জানান, অভিযোগ তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে অপরিচিত নম্বর থেকে। ঈমা বলেন, ফোন দিয়ে নাম-ঠিকানা বলে না, শুধু বলে মামলা তুলে না নিলে আমাদের ক্ষতি করবে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চেয়েছেন পুরান ঢাকার খাজে দেওয়ান এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানায়, ফারুক ভালো ছেলে। কোনো নেশা করে না। কারও সঙ্গে ঝগড়াঝাঁটিও ছিল না। ওনাকে যদি সত্যি ওভাবে মেরে থাকে তবে আমরা এটির বিচার চাই।

থানায় আগে থেকে মামলা বা অভিযোগ না থাকলেও পুলিশ বলছে, ফারুক চিহ্নিত মাদক ব্যবসায়ী। নির্যাতনের অভিযোগও অস্বীকার করেন তারা। জানান, তাদের হেফাজতে মারা যায়নি। তিনি মারা গেছেন জেলখানার হেফাজতে।

ফারুকের স্ত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগও অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। যা পুরোপুরি মিথ্যা।

এদিকে, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি করেছে ডিএমপির লালবাগ বিভাগ। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে আমরা ইতোমধ্যে থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এছাড়া তদন্ত সংশ্লিষ্ট বেশ কয়েকজনের জবানবন্দিও গ্রহণ করেছি।

তবে পুলিশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ পুলিশই তদন্ত করলে পক্ষপাতিত্বের শঙ্কা থাকে বলে মন্তব্য করেন অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক। তিনি বলেন, আমার তদন্ত যদি আমার বাহিনীর বা আমার পেশার অন্যকেউ করে থাকে, তাহলে তিনি আমাকে, আমার বাহিনীকে বাঁচানোর চেষ্টা করবেন।

তবে পুলিশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ পুলিশই তদন্ত করলে পক্ষপাতিত্বের শঙ্কা থাকে বলে মন্তব্য করেন অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক। তিনি বলেন, আমার তদন্ত যদি আমার বাহিনীর বা আমার পেশার অন্যকেউ করে থাকে, তাহলে তিনি আমাকে, আমার বাহিনীকে বাঁচানোর চেষ্টা করবেন।

গত ৩১ জানুয়ারির এ ঘটনার সত্যতা খতিয়ে দেখতে ডিবিকে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। যার প্রতিবেদন দিতে হবে ২৮ মার্চের মধ্যে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে বাসদের উদ্যোগে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে মানববন্ধন

নজরুল ইসলামঃ যুদ্ধবিরতিকে অমান্য করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০

সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণের ঢাকা সরকারি বাঙলা কলেজ নতুন কমিটি ঘোষণা

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ ঢাকা সরকারি বাঙলা কলেজের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। (১১ অক্টোবর) শুক্রবার সংগঠনর উপদেষ্টা এম আর কে মজনু

দাঁড়িয়ে থেকে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

ঠিকানা টিভি ডট প্রেস: এ যেন সিনেমার গল্প। নিজে দাঁড়িয়ে থেকে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন এক স্বামী। ঘটনাটি গত শনিবারের, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম এলাকার।

বেলকুচিতে সরকারি গাছ কেটে বিক্রি করলেন ইউপি সদস্য , প্রতিবাদ দিয়ে ধামাচাপার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে মেহেরনগর এলাকায় রাস্তার পাশে খাস জায়গা থেকে ২০ টি সরকারি গাছ কেটে বিক্রি করেছেন বড়ধুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের

অনশনে বসা দুই তরুণীর একজনকে বিয়ে করলেন যুবক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হলিধানী ইউনিয়নে শাহীন নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণী অনশন করেছেন। এর মধ্যে অনশনে বসা রুনা নামের একজনকে দুই

দৈনিক ডেসটিনির ২৫ সাংবাদিকের ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ এর ১ম সেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালনায় দৈনিক ডেসটিনি পত্রিকার ২৫ সাংবাদিকের জন্য তিনদিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠিত