অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “পুতিন ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন।” এ কারণেই ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার (১৩ জুলাই) দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, ইউক্রেনের জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত প্রয়োজনীয়। যদিও কয়টি প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হবে তা নির্দিষ্ট করেননি, তবে জানান, এর সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে ইউরোপীয় ইউনিয়ন।
তিনি বলেন, “আমরা অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি। ইউক্রেন আমাদের শতভাগ অর্থ পরিশোধ করবে-এটাই আমরা চাই।”
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ট্রাম্প ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের একটি নতুন পরিকল্পনা নিচ্ছেন, যা তার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। পূর্বে তিনি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহী ছিলেন।
হোয়াইট হাউজ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে, তারা তথ্যটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি আরও প্রতিরক্ষা সহায়তার আহ্বান জানিয়েছেন, কারণ রাশিয়া প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের অবকাঠামো ও জনবসতিকে লক্ষ্য করছে।
চলতি সপ্তাহে ট্রাম্পের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে ইউক্রেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় আসবে।
সূত্র: রয়টার্স।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.