নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু, দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন বলে জানা গেছে। বুধবার গভীর রাতে সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারটি থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে ধারণা করা হচ্ছে, নিহতদের বাড়ি জামালপুরের শেরপুরে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান গণমাধ্যমে জানিয়েছেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পরে গাড়িতে থাকা ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়িতে থাকা আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যান্যদের ঠিকানা খোঁজা করা হচ্ছে।
তিনি বলেন, ‘প্রাইভেটকারটি কোথা থেকে এসেছিলো আর কোথায় যাচ্ছিলো তার তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ মরদেহগুলো বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.