ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তাদের দল প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয়।
মঙ্গলবার বিকেলে চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে অবস্থান জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, আর চলমান সংকট নিরসনের একমাত্র পথ হলো দ্রুত নির্বাচন। যারা সংস্কারের পক্ষে নয়, সেটি তাদের দলের সিদ্ধান্ত।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সবার অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই প্রত্যাশা।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.