বলরাম দাশ অনুপম, কক্সবাজার: আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের মাধ্যমে সব দলের অংশগ্রহণে সরকার গঠনের পথ সুগম হবে এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, “বাংলাদেশের জনগণ অংশগ্রহণমূলক পিআর পদ্ধতির নির্বাচন চায়। ভাষা আন্দোলন (১৯৫২) ও মুক্তিযুদ্ধের (১৯৭১) চেতনার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। ২০২৩ সালের জুলাই ২৪ আন্দোলনে শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়—এই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আর যেন কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে মাথা না তুলে দাঁড়াতে না পারে।”
তিনি আরও বলেন, “সাবেক এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে গুম করে ভারতের সীমান্তে ফেলে দেওয়া হয়েছিল। হায়াত থাকায় তিনি বেঁচে আছেন।”
পথসভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক আবদুজ্জাহের, উচ্চতর পরিষদের সদস্য মো. আবু হানিফ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি, যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি শাহেদ মেম্বারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে নুরুল হক নুর পেকুয়ার মেহেরনামায় চট্টগ্রামের জুলাই আন্দোলনের শহীদ ছাত্র ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন।
সভায় চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আবদুল কাদের প্রাইমকে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে সহযোগিতা করার আহ্বান জানান।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.