বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে কৃষক ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং মা ও নবজাতকের জন্য আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "যেকোনো উন্নয়নের পূর্বশর্ত হলো সামাজিক শান্তি ও শৃঙ্খলা। পার্বত্য চট্টগ্রাম একটি জাতিগত ও প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ এলাকা। এই বৈচিত্র্যকে শক্তিতে রূপান্তর করার জন্য শান্তি প্রতিষ্ঠা জরুরি। সরকার আন্তর্জাতিকভাবে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। তবে দীর্ঘ ২৭ বছরের সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার প্রমুখ।
পরে জেলার কৃষক ও নারীদের মধ্যে ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী নারী ও নবজাতকের জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.