নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (১১ জুন) রাত ৮ টার দিকে পাবনা-সাঁথিয়া স্থানীয় মহাসড়কের ছোন্দহ রাঙামাটি নামক স্থানে ডা. মাহফুজের বাড়ির সামনে নসিমন উল্টে রইজ (৪০) নামে এক নসিমন চালক মারা যায়।
নিহত রইজ সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে।
অপরদিকে বুধবার (১২ জুন') ভোর ৫টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের মাধপুর বাজার নামকস্থানে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে চালক হামিদুল (২৬) ইসলাম মারা যায়।
নিহত হামিদুল কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বাঁশগ্রামের বাটার আলীর ছেলে। এ ঘটনায় অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
মাধপুর হাইওয়ে থানার (ওসি') জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.