পাবনায় কবরস্থান থেকে ৫টি কঙ্কাল উধাও

নিজস্ব প্রতিবেদক: পাবনায় আবারো কবরস্থান থেকে কঙ্কাল উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেলার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে একরাতে ৫টি কঙ্কাল উধাও হওয়ার ঘটনা ঘটে।

শুক্রবার (০৭ জুন) দিবাগত রাতের কোনো এক সময়ে কঙ্কালগুলো উধাও হয়। সংঘবদ্ধ চোরের দল ওই কবরস্থানের পুরোনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা স্থানীয়দের।

শনিবার (৮ জুন’) সকালে কবরস্থান খোঁড়া দেখে এলাকার শত শত মানুষ সেখানে ভীড় জমায়। তারা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা ও চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম জানান, ‘শনিবার সকালে কয়েকজন শ্রমিক ওই কবরস্থানে লতাপাতা পরিষ্কার করতে যান। এ সময় তাঁরা কয়েকটি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের খবর দেন। লোকজন এসে ৫টি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। যেখানে কোনো মরদেহ ও কঙ্কালের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান বলেন, শনিবার সকালে তিনি কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে মর্মে খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ৫টি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান তিনি। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়। যেসব কবর থেকে কঙ্কাল উধাও হয়েছে, সেগুলোর সবগুলোই কয়েক বছরের পুরোনো বলে জানান ইউপি চেয়ারম্যান।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) জালাল উদ্দিন বলেন, কবরস্থান থেকে কঙ্কাল উধাও হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। প্রাথমিকভাবে খবর খোঁড়া আলামত পরিস্থিতি দেখে কঙ্কাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের গত ১৯ মার্চ ভোররাতে পাবনার বেড়া উপজেলার আমিনপুরে আমিনপুর থানার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল উধাও হয়। সে ঘটনার এখন পর্যন্ত রহস্য উদঘাটন বা জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গার্মেন্টস শ্রমিকদের সুখবর দিলেন রেলমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের জন্য আগমী দুদিন আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। রোববার (৭ এপ্রিল’) দুপুরে তিনদিনের সফর শেষে

গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের ভিজিট 

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের আওতায় এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার

সিরাজগঞ্জে ত্রিভুজ প্রেমে দুইজনের আত্মহত্যা, আরেক প্রেমিক আত্মগোপনে 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সংগীত শিল্পীর ত্রিভুজ প্রেমের জের ধরে প্রেমিক-প্রেমিকার একইদিনে আত্মহত্যার ঘটনা ঘটেছে। অপরদিকে আরেক প্রেমিক ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে গেছেন বলে

রাজশাহীতে সিজিএস’র আয়োজনে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে সাংবাদিকদের তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বাড়াতে ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) নগরীর একটি আভিজাত্য হোটেলে

সিটি করপোরেশনের উচিত চাঁদাবাজ ও দখলদারদের গ্রেপ্তার করা: ইশরাক

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা সিটি করপোরেশনের রাজধানীর ফুটপাত ও রাস্তা দখলকারী রাজনৈতিক পরিচয়দানকারী যেকোনো চাঁদাবাজ ও দখলদারদের গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির

জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এ এস এম মো. নাসির উদ্দীন। রবিবার (২৪ নভেম্বর)