অনলাইন ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে পাক সেনাদের সঙ্গে আফগানিস্তানের সীমান্তরক্ষীদের এ সংঘর্ষ চলে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তালেবান যোদ্ধারা পাকিস্তানের দুটি সীমান্ত চৌকি দখল করেছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সীমান্তের পাঁচটির বেশি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তারা পাল্টা হামলা চালাচ্ছেন।
এর আগে, গত শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা ঘটে। ‘সন্ত্রাসী’ সংগঠন টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে কাবুল। এরপর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পায়।
সূত্র : রয়টার্স
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.