পাকিস্তানে সরকার পতনের আন্দোলনে নামছে পিটিআই, ৫ আগস্ট চূড়ান্ত কর্মসূচি

অনলাইন ডেস্ক: কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ৫ আগস্ট থেকে দেশব্যাপী ‘চূড়ান্ত আন্দোলন’ শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ লক্ষ্যে দলটির শীর্ষ নেতারা ইতোমধ্যেই লাহোরে সমবেত হয়েছেন এবং প্রদেশভিত্তিক কর্মসূচির রূপরেখা তৈরি করেছেন।

পিটিআই’র দাবি, দুই বছর ধরে অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছেন দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খান। তার মুক্তি এবং বর্তমান সরকারের পতনের লক্ষ্যে এবার সর্বাত্মক আন্দোলনে নামার প্রস্তুতি চলছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর বলেছেন, “৫ আগস্টের মধ্যে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। কারণ ওই দিনই ইমরান খানের বন্দিজীবনের দুই বছর পূর্ণ হবে।”

জিও নিউজের তথ্য অনুযায়ী, শনিবার (১৩ জুলাই) গান্দাপুরের নেতৃত্বে একটি বহর লাহোরে পৌঁছায়, যা এই আন্দোলনের আনুষ্ঠানিক সূচনার ইঙ্গিত দেয়। আন্দোলন হবে পর্যায়ক্রমে—প্রথমে প্রাদেশিক ও জেলা পর্যায়ে, পরে তা সারা দেশে বিস্তৃত হবে। আন্দোলনের রুট ও অবস্থান শিগগিরই জানানো হবে।

এদিকে, ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই’র পাঞ্জাব শাখা ইতোমধ্যে আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে। আলিয়া হামজা মালিকের নেতৃত্বে দলীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করে ৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ জনসম্পৃক্ততা নিশ্চিত করার চেষ্টা চলছে।

পিটিআই মুখপাত্র জানিয়েছেন, দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রেক্ষাপটে কর্মসূচি গ্রহণের জন্য। ইমরান খানের নির্দেশেই এই ‘সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলন’ শুরু হচ্ছে বলে জানান তিনি।

দলটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, এবারের আন্দোলনই সরকারের পতন নিশ্চিত করবে এবং ইমরান খান ফিরে পাবেন তার ‘ন্যায়বিচার ও মুক্তি’।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এটিএম আজহারকে মুক্তি দিতে ৭ দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, কোনো অপরাধ ছাড়াই শুধুমাত্র জামায়াত করার কারণেই তখনকার

আমুর বাসভবনে লাগেজ ভর্তি টাকা-ডলার-ইউরো

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে ঝালকাঠিতে বিক্ষুব্ধ জনতা সংসদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর বাড়িতে অগ্নিসংযোগ করেন। সোমবার (৫ আগস্ট)

খেলতে চান সাকিব চোট নিয়েই , ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট

আফগানিস্তানকে হাারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। পরের ম্যাচ দুর্দান্ত ছন্দে থাকা

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ২২

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জনই শিশু। আর অন্য দুজন

নাফ নদী থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফ নদী থেকে বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার দুপুরে হোয়াইক্যং

পাকিস্তানে দিন যৌন নির্যাতনের শিকার ১১ জন শিশু’

ঠিকানা টিভি ডট প্রেস: ২০২৩ সালে পাকিস্তান জুড়ে প্রতিদিন গড়ে ১১ জন শিশু নির্যাতিত হয়েছে। শিশু সুরক্ষার জন্য কাজ করা সাহিল নামের একটি এনজিওর প্রকাশিত