পাকিস্তানে সরকার পতনের আন্দোলনে নামছে পিটিআই, ৫ আগস্ট চূড়ান্ত কর্মসূচি

অনলাইন ডেস্ক: কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ৫ আগস্ট থেকে দেশব্যাপী ‘চূড়ান্ত আন্দোলন’ শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ লক্ষ্যে দলটির শীর্ষ নেতারা ইতোমধ্যেই লাহোরে সমবেত হয়েছেন এবং প্রদেশভিত্তিক কর্মসূচির রূপরেখা তৈরি করেছেন।

পিটিআই’র দাবি, দুই বছর ধরে অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছেন দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খান। তার মুক্তি এবং বর্তমান সরকারের পতনের লক্ষ্যে এবার সর্বাত্মক আন্দোলনে নামার প্রস্তুতি চলছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর বলেছেন, “৫ আগস্টের মধ্যে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। কারণ ওই দিনই ইমরান খানের বন্দিজীবনের দুই বছর পূর্ণ হবে।”

জিও নিউজের তথ্য অনুযায়ী, শনিবার (১৩ জুলাই) গান্দাপুরের নেতৃত্বে একটি বহর লাহোরে পৌঁছায়, যা এই আন্দোলনের আনুষ্ঠানিক সূচনার ইঙ্গিত দেয়। আন্দোলন হবে পর্যায়ক্রমে—প্রথমে প্রাদেশিক ও জেলা পর্যায়ে, পরে তা সারা দেশে বিস্তৃত হবে। আন্দোলনের রুট ও অবস্থান শিগগিরই জানানো হবে।

এদিকে, ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই’র পাঞ্জাব শাখা ইতোমধ্যে আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে। আলিয়া হামজা মালিকের নেতৃত্বে দলীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করে ৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ জনসম্পৃক্ততা নিশ্চিত করার চেষ্টা চলছে।

পিটিআই মুখপাত্র জানিয়েছেন, দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রেক্ষাপটে কর্মসূচি গ্রহণের জন্য। ইমরান খানের নির্দেশেই এই ‘সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলন’ শুরু হচ্ছে বলে জানান তিনি।

দলটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, এবারের আন্দোলনই সরকারের পতন নিশ্চিত করবে এবং ইমরান খান ফিরে পাবেন তার ‘ন্যায়বিচার ও মুক্তি’।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন,

স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া

কয়েদখানা নোবেলের ঈদ,বন্দিদের শোনালেন গান

নিজস্ব প্রতিবেদক: কারাগারে নোবেলের ঈদ, বন্দিদের শোনালেন গানগায়ক মাইনুল আহসান নোবেল; শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এখন তুমুল বিতর্কিত কেউ একজন। গানের মঞ্চ নয়;

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদের চাঁদা দাবির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভ্যুত্থান

নারীদের শিক্ষা থেকে বিরত রাখা ইসলামসম্মত নয়: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে নারীদের শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা ইসলামসম্মত নয়। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তালেবান সরকারকে পাকিস্তানের স্বীকৃতি

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন