পাকিস্তানে রেল স্টেশনে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ২৪,আহত ৪৬

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের একটি রেল স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন।

শনিবার পাকিস্তানি দৈনিক ডন এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রাথমিক রিপোর্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে রেল স্টেশনের বুকিং অফিসে এই বিস্ফোরণ হয়েছে। এ কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা পৌঁছেছেন।’

এছাড়া কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক ও স্টাফদের সাহায্যের জন্য ডাকা হয়েছে।

দেশটির রেলওয়ে কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় সকাল ৯টায় কোয়েটা স্টেশনে থেকে ‘জাফার এক্সপ্রেস’ পেশওয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে ট্রেনটি প্ল্যাটফর্মে আসেনি। তার আগেই স্টেশনের কাছে বোমা বিস্ফোরণ ঘটে।

কর্মকর্তারা জিও নিউজকে বলেছেন, নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। কোয়েটার সিনিয়র সুপারিন্টেনডেন্ট পুলিশ (এসএসপি)। মোহাম্মদ বালোচ বলেছেন, ধারণা করা হচ্ছে এটা আত্মঘাতী বিস্ফোরণ। তবে এনিয়ে তদন্ত চলছে।

কোয়েটার সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, পেশোয়ারগামী একটি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় স্টেশনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ২১ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ১০০ জনের মতো উপস্থিতি ছিলেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেনি। তবে এটিকে আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করছে পুলিশ।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ ঘটনার তদন্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

ভয়াবহ এই হামলার ঘটনার নিন্দা জানিয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি বলেন, যারা নিরীহ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা মানবতার শত্রু। সন্ত্রাসবাদ নির্মূলে ব্যবস্থা নেয়ার সংকল্প করেন গিলানি।

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খানের

ভূঞাপুরে সুজনের শরীরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার শরীরে বহন করে মানবেতর জীবন যাপন করছেন সুজন (৪৪)। সুজন উপজেলার আকালু গ্রামের মৃত আনছার আলীর

মে দিবসে নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক: জাতীয় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসে রাজধানীতে বড় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এ সমাবেশ। মঙ্গলবার

ট্রেনে কাটা প‌ড়ে সেনা সদস্য নিহত

জহুরুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ট্রেনে কাটা প‌ড়ে এক সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছেন। বুধবার (২৪ জানুয়ারি’) সকা‌লে উপ‌জেলার আনালিয়াবাড়ীর রেল সেতুর কাছ থে‌কে তার

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

ঠিকানা টিভি ডট প্রেস: আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্ব ইজতেমার দুই পর্বের সময় নির্ধারিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে

‘আওয়ামী লীগের বিভক্তি এবং একলা চলো নীতি’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ তার রাজনীতির ইতিহাসে সব চেয়ে সময় কাটাচ্ছে। টানা ১৫ বছর ক্ষমতায় চতুর্থ মেয়াদে স্বস্তিদায়ক অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে দলটি। কোন