অনলাইন ডেস্ক: পাকিস্তানের জাতীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (নেপ্রা) চলতি বছরের এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিক শুল্ক সমন্বয়ের আওতায় বিদ্যুতের দাম প্রতি ইউনিট ১.৮৯ রুপি কমানোর অনুমোদন দিয়েছে।
বৃহস্পতিবার নেপ্রা কর্তৃপক্ষ জিও নিউজকে জানায়, সিদ্ধান্তটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশের জন্য ফেডারেল সরকারের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তি জারি হলে কে-ইলেকট্রিক গ্রাহকসহ দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিসকো) ক্ষেত্রে এই সমন্বয় কার্যকর হবে।
আগস্ট মাসের বিল থেকেই গ্রাহকরা কম টাকায় বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাস এই মূল্যহ্রাস কার্যকর থাকবে। নেপ্রার হিসাব অনুযায়ী, এতে সারাদেশের গ্রাহকরা মোট ৫৫.৮ বিলিয়ন রুপির আর্থিক সুবিধা পাবেন।
গত মাসেও মাসিক জ্বালানি খরচ সমন্বয় ব্যবস্থার অধীনে কে-ইলেকট্রিক গ্রাহকদের জন্য প্রতি ইউনিট ৪.০৩ রুপি এবং অন্যান্য গ্রাহকদের জন্য ৫০ পয়সা বিদ্যুতের দাম কমানো হয়েছিল। সেই সুবিধা জুলাই মাসের বিদ্যুৎ বিলে প্রতিফলিত হয়েছে।
এছাড়া ফেডারেল সরকার ১ জুলাই থেকে প্রাদেশিক বিদ্যুৎ শুল্ক বাতিল করেছে। জুনে সকল মুখ্যমন্ত্রীকে এই সিদ্ধান্ত জানানো হয়, যা বিদ্যুৎ গ্রাহকদের ওপর আর্থিক চাপ কমানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.