আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তানের মাস্টাঙ্গ জেলার স্পিজেন্ড এলাকায় কোয়েটাগামী জাফর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। খবর ডনের।
রেলওয়ে সূত্র জানায়, পেশাওয়ার থেকে আসা ট্রেনটির ছয়টি বগি বিস্ফোরণের পর লাইনচ্যুত হয় এবং একটি বগি উল্টে যায়। এতে কমপক্ষে পাঁচজন যাত্রী আহত হন।
মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে এটি একই এলাকায় দ্বিতীয় বিস্ফোরণ। এর আগে সকালে কোয়েটা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর পেশাওয়ারগামী আরেকটি ট্রেনের মূল লাইনের কাছে বিস্ফোরণ ঘটে। তবে ওই ঘটনায় ট্র্যাক ক্ষতিগ্রস্ত না হওয়ায় ট্রেন চলাচল অব্যাহত থাকে।
পুলিশ জানিয়েছে, স্পিজেন্ড এলাকায় রেললাইনের ওপর বিস্ফোরক বসানো ছিল, যা ট্রেনটি পার হওয়ার সময় বিস্ফোরিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ আহতদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। বিস্ফোরণের সময় ট্রেনে প্রায় ২৭০ জন যাত্রী ছিলেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামতের কাজ নিরাপত্তা পর্যালোচনার পর বুধবার থেকে শুরু হবে। এর আগে পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.