অনলাইন ডেস্ক: আফগান সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে অন্তত ৩০ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।
বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত ক্রসিং দিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। এতে ৩০ জন সন্ত্রাসী নিহত হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
নিহতদের সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য বলে জানিয়েছে আইএসপিআর।
এর আগে, গত সপ্তাহে একই অঞ্চলে এক আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর ১৩ সদস্য নিহত হন। ওই ঘটনার জের ধরেই সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়।
উল্লেখ্য, গত কয়েক বছরে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। টিটিপি মূলত খাইবার অঞ্চলে সক্রিয়, অন্যদিকে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।
পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরেই আফগানিস্তানকে টিটিপি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। তবে কাবুল সরকার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.