পাকিস্তানের ১৭ বিচারপতিকে ‘বিষ মেশানো’ চিঠি’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধান বিচারপতিসহ অন্তত ১৭ জন বিচারপতিকে বিষাক্ত পাউডার মেশানো চিঠি পাঠানো হয়েছে। এই ঘটনায় বর্তমানে দেশজুড়ে তোলপাড় চলছে এবং ঘটনার রহস্য উন্মোচনে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তপক্ষ। খবর আলজাজিরার।

গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের ছয় বিচারপতি পাকিস্তানের সুপ্রিম কোর্টের কাছে ভয়ংকর এক খোলা চিঠি দেন। সেখানে তারা অভিযোগ করেন যে পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআই দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছে। তাদের এই খোলা চিঠি দেওয়ার এক সপ্তাহের মাথায় এমন ঘটনা ঘটল।

ঘটনার সূত্রপাত হয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে। গত মঙ্গলবার (২ এপ্রিল’) ইসলামাবাদ হাইকোর্টের আটজন বিচারককে এই চিঠি দেওয়া হয়। এসব চিঠিতে পাকিস্তানের বিচার ব্যবস্থার সমালোচনা করা হয়। এমনকি সেখানে ব্যাসিলাস অ্যানথ্রাসিস শব্দটিও উল্লেখ করা হয়েছে। ইসলামাবাদ পুলিশের দায়ের করা এফআইআর থেকে এসব তথ্য জানা যায়।

ব্যাসিলাস অ্যানথ্রাসিস হলো একটি ব্যাকটেরিয়া যা অ্যানথ্রাক্সের কারণ হতে পারে। মানবদেহের গুরুতর সংক্রমণ ঘটাতে পারে এই অ্যানথ্রাক্স। এমনকি তাৎক্ষণিক চিকিত্সা দেওয়া না হলে এর পরিণতি প্রাণঘাতী হতে পারে।

ইসলামাবাদ হাইকোর্টের সব বিচারপতিকে চিঠি দেওয়ার পরের দিন বুধবার পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসাসহ সুপ্রিম কোর্টের চারজন বিচারক এবং লাহোর হাইকোর্টের পাঁচজন বিচারককে একই ধরনের বিষাক্ত পাউডার মেশানো চিঠি দেওয়া হয়।

পুলিশ বলছে, তেহরিক-ই-নামুস পাকিস্তান নামে একটি স্বল্প পরিচিত গোষ্ঠী বিচারকদের এসব চিঠি পাঠানোর দায় স্বীকার করেছে।

ইসলামাবাদ ও লাহোরের পুলিশ কর্মকর্তারা বলেছেন, চিঠি এবং সেগুলোতে থাকা পাউডার তদন্তের জন্য ফরেনসিক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। তবে এই সাদা পাউডার আসলে কী, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, আমরা তদন্ত করছি। অগ্রগতি হওয়ার সাথে সাথে আমরা তাত্ক্ষণিক হালনাগাদ তথ্য জানিয়ে দিব।

ইসলামাবাদভিত্তিক মানবাধিকার আইনজীবী ইমান জয়নব মাজারি-হাজির বলেছেন, বিচারকদের কাছে এসব চিঠি যে উদ্দেশ্যেই পাঠানো হোক না কেন তা অবশ্যই তদন্ত করতে হবে।

লাহোরভিত্তিক আইনজীবী রিদা হোসেনও বিষয়টি সঙ্গে একমত। তিনি বলেন, বিচারকদের এভাবে কোনো রাখঢাক ছাড়া ভয় দেখানোর বিষয়টি গুরুতর। এ বিষয়ে জরুরি ভিত্তিতে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে।

রিদা হোসেন বলেন, বিচারকদের হুমকি দেওয়া হলে কোনো বিচার ব্যবস্থা কাজ করতে পারে না। এমনটা হলে ভয়-ভীতি ও পক্ষপাত ছাড়া বিচারকদের রায় দেওয়ার যে ক্ষমতা তা সরাসরি আঘাতপ্রাপ্ত হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন সাবেক প্রধান বিচারপতি সিনহা

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা তার দেশত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তাকে কীভাবে দেশ ছাড়তে বাধ্য করা

দেড় যুগ পরে এনায়েতপুর জামায়াতের স্বাধীনতা দিবসের র‍্যালি

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: দেড় যুগ পরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামায়াতের আয়োজনে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এনায়েতপুর থানা সদর থেকে থানা

সিরাজগঞ্জে বাসদের উদ্যোগে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে মানববন্ধন

নজরুল ইসলামঃ যুদ্ধবিরতিকে অমান্য করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০

কাজিপুরে প্রধান শিক্ষককে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন-থানায় অভিযোগ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

নির্দেশের অপেক্ষায় আওয়ামী লীগের মাঠের নেতারা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের মাঠে নেতাদের নামার এখনই সময়। মাঠের নেতারা অপেক্ষা করছেন। তারা নির্দেশের অপেক্ষায় রয়েছেন। কিন্তু সেই নির্দেশনা এখনও পর্যন্ত তারা পাচ্ছেন না।

শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলামকে আটকের গুজব, পুলিশের সঙ্গে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরে আলোচিত শিশুবক্তা মুফতি রফিকুল ইসলাম মাদানীকে তাফসিরুল কুরআন মাহফিলের মঞ্চে প্রবেশে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে উপস্থিত মুসল্লী এবং পুলিশের মধ্যে ব্যাপক