আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পালটা হামলার ভয়ে ভারতের একাধিক রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেন। এতে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা এবং সিকিম সরকারের একজন প্রতিনিধি অংশ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব রাজ্যকে মক ড্রিলের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। হাসপাতাল, দমকলসহ জরুরি পরিষেবাগুলোর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতে হবে।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে অপ্রয়োজনীয় বা রাষ্ট্রবিরোধী প্রচারণার ওপর কড়া নজরদারি রাখতে হবে এবং তা দমন করতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জনমনে আতঙ্ক ছড়ানো রোধে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে।
রাজ্যগুলোকে দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, সিভিল ডিফেন্স, হোম গার্ড এবং এনসিসিকে প্রস্তুত রাখার নির্দেশও দিয়েছেন অমিত শাহ। এছাড়া সাধারণ নাগরিক ও বেসরকারি সংস্থার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে এবং সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্ব দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আইবি পরিচালক, বিএসএফ এবং সিআইএসএফ–এর মহাপরিচালকরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
একজন কর্মকর্তা জানান, সীমান্তবর্তী এলাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে নজরদারি বাড়াতে এবং অনুপ্রবেশ রুখতে সব আধাসামরিক বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। ছুটিতে থাকা সদস্যদেরও ডেকে পাঠানো হয়েছে এবং সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিতে বলা হয়েছে।'