আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি বাহিনীর সঙ্গে নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-তে গোলাগুলির সময় শহীদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান মুরলী নায়েক (২৭)। বৃহস্পতিবার (৮ মে) রাতের এ ঘটনা ঘটে।
গোরানতলা পুলিশ সূত্রে জানা গেছে, শহীদ মুরলী নায়েক ছিলেন রাম নায়েকের পুত্র। উত্তেজনাপূর্ণ নিয়ন্ত্রণ রেখায় দায়িত্ব পালনের সময় পাকিস্তান-ভারত গোলাগুলির সময় তিনি নিহত হন। এই হামলায় মারাত্মক আহত হন মুরলী। তাকে দিল্লিতে এয়ারলিফট করে নেওয়ার চেষ্টা ব্যর্থ হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অবিবাহিত এবং পরিবারের একমাত্র সন্তান। ছিলেন।
শহীদের বাড়িতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা মুরলী নায়েকের বীরত্ব ও আত্মত্যাগকে স্যালুট জানাই। জাতি তার আত্মত্যাগ কখনও ভুলবে না।’ এদিকে, শুক্রবার মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু শ্রী সত্য সাই জেলায় সফর করছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী শহীদ পরিবারকে উপযুক্ত আর্থিক সহায়তার ঘোষণা দেবেন।
মুরলী নায়েকের মরদেহ শনিবার (১০ মে) সকালে কল্লি থান্দা গ্রামে পৌঁছাবে এবং যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হবে তার শেষকৃত্য।'