পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

ঠিকানা টিভি ডট প্রেস: প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি পেল টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ জিতে এরইমাঝে পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারানোর স্বাদ পেয়েছে টাইগাররা। এবার হোয়াইটওয়াশের অমূল্য স্বাদ পেল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে টেস্ট জয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।

বৃষ্টির বাগড়ায় প্রথমদিনের খেলা ভেসে গেল। দ্বিতীয় দিন টস হলো। টসে জিতে স্বাগতিক পাকিস্তানকে ব্যাটিং এ আমন্ত্রণ জানালেন টাইগার দলপতি। মনে হচ্ছিল নিশ্চিত ড্র এর দিকে এগোচ্ছে ম্যাচ। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ২৭৪ রানে অলআউট পাকিস্তান। তৃতীয় দিনের শুরুতে ২৬ রানে ৬ উইকেটে ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের।

এরপরে ঘুরে দাঁড়ানো। আরও একবার প্রতিপক্ষের চোখে চোখ রেখে বলা ক্রিকেট ইজ এ আনসারটেন্ট গেম। চতুর্থ দিনে বাংলাদেশী পেসারদের গতির তাণ্ডবে লণ্ডভণ্ড পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। পঞ্চম দিনে নির্ধারিত জয়ের হাসি।’

বাংলাদেশের ১৪৪ তম টেস্টে ২১তম জয় এটি। বাকী ড্র করেছে ১৮ টি ও হেরেছে ১০৫ টি ম্যাচ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন হারাতে বাকি থাকলো শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। ওই দুটি দেশকে হারাতে পারলেই সব দেশের বিপক্ষে জয় পাওয়া হবে টাইগারাদের।

দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে বিনা উইকেটে ৪২ রান দিয়ে শুরু করে বাংলাদেশ। দলীয় ৫৮ রানের মাথায় প্রথম উইকেটে পতন হয় বাংলাদেশের। ওপেনার জাকির হাসানকে বোল্ড করে সাজঘরের পথ দেখান পাকিস্তানের পেসার মির হামজা। ফিরে যাওয়ার আগে ওয়ানডে মেজাজে তিনি খেলেন ৩৯ বলে ৪০ রানের ইনিংস। ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৩ চার ও ২ ছক্কায়। এরপরে দলীয় আরও ১২ রান যোগ করতে আরেক ওপেনার সাদমান ইসলামকে ফেরান পাকিস্তানের আরেক পেসার খুররাম সাহাজাদ।

এরপরে অধিনায়ক শান্ত ও মমিনুল হলের ধীরস্থির ব্যাটিং। দুজনে মিলে গড়েছেন অর্ধশত রানের পার্টারশীপ। অধিনায়ক শান্ত ব্যক্তিগত ৩৮ রানে আঘা সালমানের শিকার হয়ে ফিরে যান। এরপর সাকিব ও মুশফিক জয় নিয়ে মাঠ ছাড়েন।

এর আগে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ী হয় বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে দীর্ঘ ১৩ টেস্টে খেলে প্রথমবারের মত জয় পায়। বাকী ১২টি জয় পায় পাকিস্তান, আর ড্র হয় একটি ম্যাচ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুর্গোৎসব উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে বৈলছড়ি জামায়াতের মতবিনিময় সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও বৈলছড়ি ইউনিয়ন সনাতনী সম্প্রদায়ের সাথে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময়

‘সাগর-রুনি হত্যা: এক যুগেও শেষ হয়নি ‘৪৮ ঘণ্টা’’

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির পরিবার ও সহকর্মীদের জন্য আরও একটি হতাশার দুঃখের বছর। দীর্ঘ এক যুগ অর্থাৎ ১২ বছর পেরিয়ে

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো মামলা নয়

নিজস্ব প্রতিবেদক: জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার বিরুদ্ধে কোনো মামলা বা হয়রানি করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয় থেকে

হঠাৎ চাপে সরকার

নিজস্ব প্রতিবেদক: কোটা আন্দোলন, শিক্ষকদের আন্দোলন,দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক সংকট। সবকিছু মিলিয়ে হঠাৎ যেন চাপে পড়েছে টানা চতুর্থ মেয়াদে থাকা আওয়ামী লীগ সরকার। আওয়ামী

হঠাৎই বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিত করল ভারত, জানা গেল কারণ

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের মূলভূখণ্ডে ডিজেল পরিবাহী পাইপলাইন আরও সম্প্রসারিত করার পরিকল্পনা হঠাৎ স্থগিত করেছে ভারত। বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের কারণ উল্লেখ করে এই

সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে