
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
পাঁচ দফা দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুলাই ঘোষণা ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন মুক্তির সোপানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর মাওলানা শাহিনুর আলম।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর) আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দিন, উল্লাপাড়া উপজেলা আমীর মাওলানা শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, রায়গঞ্জ উপজেলা আমীর মাওলানা আলী মুর্তজা, জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল আজিজ এবং শহর ছাত্রশিবির সভাপতি শামীম রেজা।
সমাবেশ শেষে মুক্তির সোপান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে মাওলানা শাহিনুর আলমের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করে।
সমাবেশে জেলা আমীর মাওলানা শাহিনুর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই ঘোষণা ও সনদ বাস্তবায়ন করতে হবে। সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ফ্যাসিস্ট রাজনীতি বন্ধের দাবিই জনগণের প্রকৃত দাবি।
বিক্ষোভ ও সমাবেশে জামায়াতের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.