অনলাইন ডেস্ক: ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেবরনে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি শিশুকে আটক করেছে।
ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ৭০ জনেরও বেশি শিশু গ্রীষ্মকালীন একটি আয়োজনে যোগ দেওয়ার সময় হেবরনের অবরুদ্ধ এলাকায় শুহাদা স্ট্রিট কিন্ডারগার্টেনে দখলদার বাহিনী হামলা চালায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী কিন্ডারগার্টেনে বেশ কয়েকজন কর্মীকেও আটক করে এবং তাদের ফোন ভেঙে দেয়। যার ফলে ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘরে তল্লাশি
পৃথক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের সালফিতের পশ্চিমে অবস্থিত কারাওয়াত বানি হাসান শহরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এ সময় দখলদাররা বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়েছে।
আজও গাজায় ৩২ জনকে হত্যা
ওয়াফা জানিয়েছে, আজ বুধবার সকাল থেকে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে খান ইউনিসে ২৪ জন রয়েছে। তথাকথিত নেটজারিম করিডোরের কাছে আরও ১০ জন ত্রাণপ্রত্যাশীকেও হত্যা করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.