নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের নগরকান্দায় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামে ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দেলবাড়িয়া গ্রামে একটি ব্রিজের নিচে পানিতে একটি পলিথিন মোড়ানো পোটলা ভাসতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলে সেটি খোলা হয়। নবজাতকের লাশ দেখে তাৎক্ষণিক পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
নগরকান্দা থানার ওসি সফর আলী বলেন, খবর পেয়ে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স মাসখানেক হবে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.