
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দবিতে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিএনপির ৫ নেতা-কর্মী আহত হয়েছে। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বুধবার (৩ জুলাই’) সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের স্ব-নির্ভর সড়কে এ ঘটনা ঘটে। সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দিতে যাওয়ার সময় দুর্বৃত্তরা হামলা চালায়।
জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিএনপি চেয়ারপার্সন সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবির পাশাপাশি সমাবেশে হামলার ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম জানান, বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ উত্তেজনা নিরসন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’