নেপালের ১ রানের আক্ষেপ, বাংলাদেশের সুপার এইট প্রায় নিশ্চিত

ঠিকানা টিভি ডট প্রেস: ভরপুর নাটকীয়তা শেষে তীরে এসে তরি ডুবল নেপালের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১ রানে হেরে ইতিহাস গড়া হলো না দলটির। এরই সঙ্গে আসর থেকেও বিদায় নিশ্চিত হলো এশিয়ার এই দেশের। রাউন্ড রবিন লিগের সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার এইটে খেলতে যাচ্ছে প্রোটিয়ারা।

আর নেপালের এই হারে বাংলাদেশের সুপার এইটে খেলার পথ যেন আরও সহজ হল।

এদিন আগে বোলিং বেছে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৫ রানে আটকে রাখে নেপাল। রান তাড়ায় এক পর্যায়ে তাদের দরকার ছিলো ১৬ বলে ১৭, হাতে ৭ উইকেট। দ্রুত দুই উইকেট হারানোর পর ওই সমীকরণ আর মেলেনি।

শেষ ওভারে দরকার ছিল ৮ রান। গুলশান ঝা এক চার মারলেও হয়নি। শেষ বলে ২ রানের চাহিদায় বল মিস করেন তিনি। কিপারের হাতে রেখে রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন এই ব্যাটার।

তাবরাইজ শামসির শেষ ওভারে মূলত খেলার মোড় ঘুরে যায়। ১৮তম ওভারে ২ রান দিয়ে তিনি আউট করেন দুই থিতু ব্যাটারকে। এরপর ১২ বলে ১৬ রানের সমীকরণে আনরিক নরকিয়ার ওভারে বোল্ড হন কুশল মাল্লাও। চাহিদা দাঁড়ায় ৮ বলে ১৬ রানে। ওই অবস্থান ক্রিজে আসা সোমপাল কামি নরকিয়াকে ছক্কায় উড়িয়ে খেলা আনেন, শেষ বলে নেন দুই রান। তারপর ওই শেষ ওভারের নাটকীয়তা। যা গ্যালারিতে উপস্থিত বেশ কিছু নেপালের দর্শককে দিল তীব্র যন্ত্রণা।

সব কিছুর পর শেষ বলে খেলাটা অন্তত না হারা নেপালের হাতেই ছিলো। ওটানিল বার্টম্যানের বাউন্সার ব্যাটে লাগাতে পারেননি গুলশান। তবে কিপারের হাতে বল রেখেই তিনি দৌঁড় দেন। অপরপ্রান্তের ব্যাটার সোমপাল কামি ততক্ষণে ক্রিজে এসে গেছেন। গুলশান নন স্ট্রাইকিং প্রান্তে যাওয়ার পথে কুইন্টেন ডি ককের মারা থ্রো তার পিঠে লাগে। তিনি কিছুটা থেমে যান। ওই বল পেয়ে রান আউট করে দেন হেনরিক ক্লাসেন। ১ রানে হেরে স্তব্ধ হয়ে মাঠে বসে থেকেন নেপালের দুই ব্যাটার।

নেপালের এই হারে ইতোমধ্যেই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। এছাড়া দক্ষিণ আফ্রিকা প্রথম রাউন্ডের সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে গেছে।’

শুধু তাই নয়, নেপালের এই হারে গ্রুপ ‘ডি’ এর দুই দল ইতোমধ্যেই এলিমিনেট হয়েছে। এখন এই গ্রুপের বাকি দুটি দলের মধ্যে একটি দল যাবে সুপার এইটে। তবে এর মধ্যে নেদারল্যান্ডসের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। কারণ নেদারল্যান্ডস রান রেটে পিছিয়ে রয়েছে টাইগারদের চেয়ে।

আর কোনো কারণে যদি নেদারল্যান্ডসের সাথে শ্রীলঙ্কার ম্যাচ বাতিলও হয়, তবুও নেদারল্যান্ডস এর পয়েন্ট হবে ৩। আর বাংলাদেশ ইতোমধ্যেই ৩ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে। এছাড়া শ্রীলঙ্কাকে যদি ডাচরা হারিয়েও দেয় এবং নেপালের কাছে বাংলাদেশ হেরেও যায় তবুও রান রেটের দিক থেকে এগিয়ে থাকবে বলেই প্রত্যাশা বাংলাদেশের। আর এতে করে বোঝাই যাচ্ছে বাংলাদেশের সুপার এইট প্রায় নিশ্চিত। তবে আগামী ম্যাচে ১৭ জুন নেপালকে হারিয়েই সুপার এইট নিশ্চিত করতে চায় টাইগাররা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (২২ আগস্ট’) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

ইজতেমায় দুইপক্ষের সং’ঘ’র্ষ: সাদপন্থি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলীগ জামায়াতের জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাবলীগ জামায়াতের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরকে

রায়গঞ্জে দুর্বৃত্তের হামলায় কলেজের ল্যাপটপ ও টিনশেট ঘর ভাংচুর

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি কলেজের তিনটি টিনশেট ঘর ও ল্যাপটপ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৬টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী

প্রেমের টানে হিন্দু তরুণী প্রেমিকের বাড়ি, অতঃপর বিয়ে

নিজস্ব প্রতিবেদক: প্রেমের টানে জীবন সঙ্গি করতে দীর্ঘপথ পাড়ি দিয়ে শেরপুরে মুন্সিগঞ্জের এক হিন্দু তরুণী। শুক্রবার (১৭ জানুয়ারি)। শেরপুরে আসা ২৭ বছর বয়সী ওই হিন্দু

কিশোরী সুবা নওগাঁয় র‍্যাব হেফাজতে, সঙ্গের তরুণ পলাতক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)। বিকেলে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া

ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় এখনও শেখ হাসিনার নামসহ স্লোগান

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং), কর্মসূচির চালের বস্তায় এখনও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামমহ স্লোগান লেখা রয়েছে। আওয়ামী