নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে ‘দেশের রাজনীতির জন্য অশনি সংকেত’বলে অভিহিত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
শনিবার দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।,
শিবির সভাপতি জানান, নূরের চোখ, নাক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনো আশঙ্কামুক্ত নন এবং তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
হামলার তীব্র নিন্দা জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, এ হামলাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের নির্মম হামলা দেশের রাজনীতির জন্য অশনি সংকেত। সভা-সমাবেশে বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কাউকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নূরের শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক নেতাদের উদ্বেগ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতোমধ্যেই হাসপাতালে গিয়ে নূরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.