নীলফামারী প্রতিনিধি। নীলফামারীর চড়াইখোলায় তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। নিহত দুই শিশু ওই নারীর সন্তান।
এছাড়া রক্তাত্ব অবস্থায় আশিকুর রহমান মোল্লা নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে।
শুক্রবার সকাল পৌণে দশটার দিকে চড়াইখোলা ইউনিয়নের নগরদারোয়ানী মোল্লা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশিকুর রহমানের স্ত্রী তহুরা বেগম(৩৫), ১০ বছর বয়সী মেয়ে আয়েশা আকতার ও ৬ বছর বয়সী জারিন আকতার।
পুলিশ, সিআইডি ও পিবিআই এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
আশিকুর মোল্লার ছোট ভাই জাকির মোল্লা জানান, সকালে রক্তাত্ব অবস্থায় হাঁটতে দেখে স্থানীয়রা আশিকুরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিলেন আশিকুর রহমান। এ কারণে এ ঘটনা ঘটাতে পারেন।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীরুল ইসলাম জানান, পুলিশ, সিআইডি ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করছেন।
কি কারণে এ হত্যাকান্ড সেটির রহস্য উদঘাটকে কাজ শুরু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.