
নিজস্ব প্রতিবেদক: চ্যানেল এস টেলিভিশনের নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) তারা নিহতের স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করেন। জিএস ফরহাদ জানান, প্রাথমিকভাবে সাংবাদিক শিবলীর দুই সন্তানের খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যান শিবলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার বছরের ছেলে আয়াত ও দেড় বছরের মেয়ে আজমীনকে রেখে গেছেন।
ফরহাদ বলেন, “বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”