নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, নির্বাচন বানচালের কোনো চেষ্টা করা হলে তা ক্যাম্পাস থেকেই প্রতিহত করা হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাজহারুল ইসলাম বলেন, প্রশাসনকে আন্তরিকতার সঙ্গে ভোট গণনা কার্যক্রম সম্পন্ন করতে হবে। আমরা সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু কোনো ষড়যন্ত্র, দলীয় বা মতাদর্শিক এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। আশা করি আজকের মধ্যেই ভোট গণনা শেষ হবে।
তিনি অভিযোগ করে বলেন, ভোট গ্রহণের একদিন পরও সেন্ট্রাল প্যানেলের ভোট গণনা শেষ হয়নি। শুধু হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। অথচ সেন্ট্রাল প্যানেলের ভোট সংখ্যা হল সংসদের দ্বিগুণ। এতে স্পষ্টভাবে ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের অন্যান্য প্রার্থী ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.