নির্বাচন পরিচালনা ছাড়া সরকারের অন্য কোন কাজ সন্দেহজনক: গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫ খ্রী: অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পরিচালনা ছাড়া অন্য কোন কাজকে সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি শনিবার ১ ফেব্রুয়ারী দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিঞা হলরুমে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সরকার কী করার কথা আর কি করছেন তা আমরা বুঝে উঠতে পারছিনা। সংস্কারের নামে এরা যা খুশি তা এ দেশের জনগণ মেনে নেবেনা। ছাত্র -জনতার আন্দোলনের মাধ্যমে যা বিগত সরকারকে গদি থেকে নামিয়ে বিশ্বের বুকে প্রমান করে দিয়েছে। সুন্দর সমাজ বিনির্মানে মাদক বিরোধী কর্মসূচীর প্রশংসা করে তিনি বিএনপি নেতাকর্মীদের এ আন্দোলনে যুক্ত হতে আহবান করেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও খন্দকার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুহুল আমিন সিআইপি।

সংগঠনটির সভাপতি সেলিম নিজামী মাদক মুক্ত দেশ গড়তে করণীয় শীর্ষক সভায় প্রধান বক্তা ছিলেন। আগামী ৮ ফেব্রুয়ারী ঢাকা থেকে টেকনাফে দুই দিনের রোড মার্চ সফল করতে সকলকে আহবান জানান। ঐদিন ঢাকার যাত্রাবাড়ি থেকে টেকনাফের উদ্দেশ্যে গাড়িবহর রওনা হবেন। এ আয়োজন সফল করতে তিনি প্রশাসনসহ সর্বস্তরের গণমানুষের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, ডেইলি প্রেজেন্টাইমসের সম্পাদক ওমর ফারুক জালাল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সহ-সভাপতি মোতাহার হোসেন মানিক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল সরকার, ঢাকা মহানগর সভাপতি শামিম আহমেদ মজুমদার ও সাধারণ সম্পাদক লিসানুল হকসহ প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকরা মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত কলম যুদ্ধ চালাচ্ছে। মাদক কারবারিদের দ্বারা আমাদের অনেক সাংবাদিকের জীবনহানিসহ হামলা, মামলার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। সম্প্রতি সোনারগাঁওয়ের সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেলকে মাদক কারবারিরা কুপিয়ে এবং পিটিয়ে দুই পা ভেঙে পঙ্গুত্ব উপহার দিয়েছে। অথচ আসামীরা প্রকাশ্যে ঘোরাঘুরি করলেও পুলিশ তাদের ধরছেনা। তিনি মাদক বিরোধী এ সংগঠনের কাজে সহযোগিতা করতে বিএমএমএফের সকল শাখার সদস্য সাংবাদিকদের পাশে থাকার আহবান জানান।

সভায় সংগঠনের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন সংগঠনের ঢাকা মহানগর শাখার নেত্রী সাবরিনা হক।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৫ দিনেও ছাড়া পায়নি অপহৃত ২৫ জেলে টেকনাফ-উখিয়ার লক্ষাধিক জেলে পরিবারে আতঙ্ক

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির দৌরাত্মে আতঙ্কে উখিয়া ও টেকনাফের জেলেরা। নাফ নদী ও সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে। ৫টি নৌকাসহ

‘কমেছে মুঠোফোনের ব্যবহার, অর্ধেক জনগোষ্ঠী ইন্টারনেটের বাইরে’

ঠিকানা টিভি ডট প্রেস: তিন বছর আগেও দেশের মানুষের হাতে যত মুঠোফোন ছিল, তার সংখ্যা এখন কমেছে ১ শতাংশেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সবাইকে সংযোগের আওতায়

আমলাদের ভুল সিদ্ধান্তে সরকার অস্বস্তিতে

নিজস্ব প্রতিবেদক: একের পর এক চাপের মুখে পড়েছে সরকার। আর এই সমস্ত চাপ সৃষ্টি হচ্ছে মূলত আমলাতন্ত্রের ভুল অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য সিদ্ধান্তের কারণে। জনবিচ্ছিন্ন আমলারা

রাজশাহী কলেজে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজে প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

তুরস্কের তায়ফুন ব্লক-৪: প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন

অনলাইন ডেস্ক: তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাইলফলক যুক্ত হলো। প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে দেশটি। ‘তায়ফুন ব্লক-৪’ নামের এ মিসাইলটি উন্মোচন করা হয়

শেখ পরিবারের কে কোথায় জেনে নিন

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে দেশ। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে এই প্রথা বাতিলের বিরুদ্ধে রাজপথে নেমে আসে। কিন্তু তৎকালীন আওয়ামী