কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল পিআর দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা পিআর চাই না, আমরা জনগণের পিআর চাই। এই পিআর খাইলে মানুষের জ্বর যায় না, মাথাব্যথা যায় তা কেউ জানে না।”
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “যে রাজনৈতিক দলগুলো পিআরের দাবিতে আন্দোলনের হুমকি দিচ্ছে, তারা মূলত নির্বাচন বানচালের চেষ্টা করছে। যদি নির্বাচন না হয়, তাহলে শেখ হাসিনা ভারতের সহযোগিতায় বাংলাদেশে ফিরে আসবে। তখন আওয়ামী লীগের হাত থেকে কেউ রক্ষা পাবেন না।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ সচেতন, তারা নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম।
বিএনপি নেতা বলেন, “আমরা শেখ হাসিনার মতো নারীর ক্ষমতায়ন চাই না, চাই খালেদা জিয়ার মতো নারীর ক্ষমতায়ন। বেগম খালেদা জিয়া শুধু বিএনপি'র আপোষহীন নেত্রী নন, তিনি সারা বাংলাদেশের মানুষের নেত্রী।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেন, রাষ্ট্র পরিচালনায় নারীদের অবদান অপরিহার্য। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করেছিলেন। বেগম খালেদা জিয়া প্রথম নারী শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন।
তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, “যে নারী ধর্ষণ শেখায়, সেই নারীর ক্ষমতায়ন আমরা চাই না। যে নারী দেশ থেকে পালিয়ে গেছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাগুলো পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার, সাংগঠনিক সম্পাদক নার্গিস বেগম ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু সহ অনেকে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.