‘নির্বাচন কমিশনের তফসিলের অপেক্ষায় সংরক্ষিত আসনের মনোনয়ন’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৫০ টি। নারীদের জন্য সংরক্ষিত এই আসনগুলোতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আনুপাতিক হারে অর্থাৎ একটি রাজনৈতিক দল জাতীয় সংসদে সরাসরি ভোটে যে আসনগুলো পায় তার আনুপাতিক হারে তাদেরকে নারী সংসদ সদস্য নির্বাচনের ক্ষমতা দেওয়া হয়। ওই দলের পক্ষ থেকে যারা মনোনীত হন এবং যাদেরকে মনোনীত ঘোষণা করা হয়, তারাই নারী সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।’

এবারের নির্বাচনে যে ফলাফল সেই ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, আওয়ামী লীগ এবার ৩৮ টি নারী সংসদ সদস্য পাবে। অন্যদিকে জাতীয় পার্টি পাবে ২টি। আর স্বতন্ত্ররা পাবে ১১ টি। অর্থাৎ এই আনুপাতিক বিশ্লেষণে স্বতন্ত্র এবং আওয়ামী লীগ মিলিয়ে মোট ৪৮ টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। কারণ সংরক্ষিত যারা হয়েছেন, তারা প্রায় সবাই আওয়ামী লীগের।

আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নারী সংসদ সদস্য কারা হতে পারে বা কাদের সম্ভাবনা রয়েছে এ রকম সম্ভাব্য তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই চূড়ান্ত করে রেখেছেন। এছাড়াও যদি কোন চমক হিসাবে ভাল প্রার্থী আসে সেটিও বিবেচনা করা হবে, কিন্তু আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন বাছাইয়ের কাজ আওয়ামী লীগ শুরু করতে পারছে না। এই ক্ষেত্রে আওয়ামী লীগের আইনগত বাধ্যবাধকতা রয়েছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলছেন। কারণ ৫০ জন সংসদ সদস্য হিসাবে কারা নির্বাচিত হবেন বা হবেন না এটি হওয়ার আগে নির্বাচন কমিশনকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

সংবিধান এবং নির্বাচন আইন অনুযায়ী নির্বাচন কমিশন সংরক্ষিত আসনে নির্বাচনের জন্য একটি তফসিল ঘোষণা করে এবং অন্য নির্বাচনের মতো এই নির্বাচনেও মনোনয়নপত্র জমা দেওয়া, মনোনয়নপত্র বাছাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশের একটি নির্ধারণ থাকে। যেহেতু নির্বাচন কমিশন এখন পর্যন্ত এই সংরক্ষিত আসনে নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করেনি, সে কারণেই আওয়ামী লীগ মনোনয়নপত্র প্রক্রিয়া চূড়ান্ত করেনি।’

আওয়ামী লীগের নেতারা বলছেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার সাথে সাথেই তারা মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে। এরপর মনোনয়ন সংক্রান্ত সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এই সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে। তবে স্বতন্ত্রদের জন্য সংরক্ষিত যে ১১ টি আসন সেটিতে কিভাবে নির্বাচন হবে বা সেই আসনগুলোর ব্যাপারে কিভাবে সরকার সিদ্ধান্ত নিবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোন চিন্তা ভাবনা হয়নি।

যারা স্বতন্ত্র ভাবে নির্বাচিত হয়েছেন তারা নিজেরাই নিজেদের পছন্দের প্রার্থী আছে কিনা বা তারা জোটবদ্ধ হয়ে কোন প্রার্থী দেবেন কিনা সে বিষয়টিও নিশ্চিত হয়নি। তবে অন্তত দুইজন স্বতন্ত্র সংসদ সদস্য বলেছেন, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আছে। প্রধানমন্ত্রী স্বতন্ত্রদের সাথে কথা বলে তাদের কোটার ১১ জন নারী সংসদ সদস্য চূড়ান্ত করার ব্যবস্থা নিবেন। সে হিসেবে ৪৮ টি আসনেই আওয়ামী লীগ এবার নারী সংসদ সদস্য মনোনয়ন দেবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায়: বিএমএসএফ

ঠিকানা টিভি ডট প্রেস: সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায় তা জানতে চেয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রবিবার ১২

মন্ত্রী-এমপিদের স্বজনদের প্রতিহত করল তৃণমূল

নিজস্ব প্রতিবেদক: উপজেলা নির্বাচন শেষ হয়েছে। চার ধাপে অনুষ্ঠিত এই উপজেলা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে, আওয়ামী লীগের মধ্যে এই উপজেলা নির্বাচনে এক

ঘোষণা দিয়ে মুখ থুবড়ে পড়লো বিএনপির রাজপথের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ছয় মাস পর রাজপথের কর্মসূচি ঘোষণা তা আবার প্রত্যাহার করতে হলো ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে। এবার প্রকৃতিও যেন বিএনপি

এক দফা দাবিতে যাত্রাবাড়িতে মাদরাসা শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

নিজস্ব প্রতিবেদক: এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছেন মাদ্রাসা ছাত্ররা। রোববার (৪

‘দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার’

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ’) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয়

বিশ্বজুড়ে বদলাচ্ছে যুদ্ধের ধরন, নতুন অস্ত্র সামনে আনলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যখন কম খরচে শত্রুর মোকাবিলায় নানা কৌশল নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ বিভিন্ন দেশ, এমন পরিস্থিতিতে নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে