আন্তর্জাতিক ডেস্ক: সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জর্জিয়ার প্রধান নির্বাচন কমিশনারের মুখে কালি ছুড়ে মারার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর)। তিনি ফলাফল ঘোষণা করছিলেন।
ফলাফল ঘোষণার সময় বিরোধী দলের নেতা ডেভিড কির্তাদজে প্রধান নির্বাচন কমিশনার জর্জি কালানদারিসাভিরর মুখে হঠাৎ করে কালি ছুড়ে মারেন। এতে তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।'
https://youtu.be/D14qZFAzctI
জর্জিয়ার এবারের নির্বাচনে রাশিয়াপন্থি ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টি জয় পেয়েছে। তারা মোট ৫৩ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে ১৫০ আসন বিশিষ্ট সংসদের ৮৯টি আসন জিতেছে।'
গত ২৬ অক্টোবর দেশটিতে এ নির্বাচন হয়। প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে শনিবার বৈঠক ডাকেন। সেখানেই ঘটে এ ঘটনা। নির্বাচনের পর পর বিরোধী দলগুলো ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে আসছে। তবে দেশটির নির্বাচন কমিশন দাবি করেছে এতে কোনো কারচুপি হয়নি। অভিযোগ রয়েছে নির্বাচনে জয় পেতে রুশপন্থি ক্ষমতাসীন দলটি চাপ প্রয়োগসহ বিভিন্ন কারচুপি করেছে।'