ডেস্ক রিপোর্ট: নির্বাচন অন্তবর্তী সরকারও চায়, তবে এর আগে সংস্কারকে গুরুত্ব দেযা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, গণ অভুত্থান নির্বাচনের জন্য হয়নি।
সোমবার (১১ নভেম্বর)। সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এছাড়া তিনি বলেন, এই সরকারই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে কিনা তা বলা যাবে সুপারিশ জমা হওয়ার পর। সৈয়দা রিজওয়ানা বলেন, ডিসেম্বরে সংস্কার কমিশন সুপারিশ জমা দিবে। এর সরকারের তিনমাস হয়েছে মাত্র। রাজনৈতিক দলগুলোও এখনই এখন নির্বাচন চাচ্ছে বলে মনে হয় না।
এর আগে তিনি জানান, অবৈধভাবে শেখ মুজিব জনপ্রশাসন একাডেমির জন্য কক্সবাজারে ৭০০ একর বনভূমি বরাদ্দ দেয়া হয়েছিল। পরিবেশ মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে ভূমি মন্ত্রনালয় এই বরাদ্দ বাতিল করেছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.