নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণাকে বিএনপি স্বাগত জানিয়েছে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।,

প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ ও জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের ঘোষণা দেওয়ার বিষয়ে সাংবাদিকরা বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজকে প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটিকেই স্বাগত জানাই।’

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযথ জায়গায় সংবিধানে সেটা প্রতিস্থাপন করা হবে। সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম এবং জুলাইযোদ্ধাদের, জুলাই শহিদদের… ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়াটা সমুচিত হয়েছে, যেটা আমাদের প্রাণের দাবি। যারা আহত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে আইনি সুরক্ষা ও রাষ্ট্রীয় সহযোগিতার ঘোষণা তিনি যেমন দিয়েছেন, সারা জাতি দিয়েছে, আমরাও দিচ্ছি। ’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের যে পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টা যে পরামর্শ দিয়েছেন তা অবশ্যই প্রনিধানযোগ্য। তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে, রমজানের শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য, নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘অবশ্যই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে যথাসময়ে, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন নির্বাচন কমিশনকে। যা বলেছেন তা শোনার জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং সারা জাতি অপেক্ষা করছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠানের যে একটি দোদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন তাদের মধ্যে সে দোদুল্যমানতা আর রইল না। সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে এবং সে নির্বাচনে নির্বাচনের আবহ সৃষ্টি হবে। ’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী দিনের নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বের মধ্যে সব থেকে প্রশংসনীয় একটি নির্বাচন হবে বলে আমরা আশা করি। সেই লক্ষ্যে সমগ্র জাতি, সমগ্র জনগণকে আমরা আমাদের পক্ষ থেকেও আহ্বান জানাচ্ছি। ’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করি এই ঘোষণার (নির্বাচনের ঘোষণা) মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ, ব্যবসা-বাণিজ্যে বা বিনিয়োগে আর থাকবে না। সব কিছু সচল হবে এবং গতিশীলতা পাবে। আমরা এটাই আশা করি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাতের তাপমাত্রা কমতে পারে’

ঠিকানা টিভি ডট প্রেস: সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও কমতে পারে রাতের তাপমাত্রা। এছাড়া তিন বিভাগে হতে পারে বৃষ্টিপাত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে

জামায়াতের সঙ্গে মতানৈক্য দূর করে ঐক্য গড়ে তুলতে হবে: চরমোনাই

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সঙ্গে হক্কানী ওলামায়ে কেরামের যে মতানৈক্য আছে তা দূর করে টেকসই ঐক্য গড়ে তুলতে হবে বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে

৬ অতিরিক্ত সচিবকে বদলি

নিজস্ব প্রতিবেদক: ছয় অতিরিক্ত সচিবকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ জুলাই) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত

ব্রিটিশ পাসপোর্টসহ যা যা নিয়ে ভারতে পালাচ্ছিলেন মানিক

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাট দনা সীমান্ত দিয়ে ভারতে পলায়নকালে বিজিবির হাতে আটক হয়েছেন আলোচিত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তাকে আটকের

বাঁশখালীতে বাজারে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের দুই হোটেল কে জরিমানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বর্তমান বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীলতা রক্ষায় বাঁশখালী উপজেলার গুনাগরি বাজারে মনিটরিং করে ব্যবসায়ীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় অধিক মূল্যে পণ্য

নাটমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থী-অভিভাবকের বিক্ষোভ ও মানববন্ধন 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মসহ নানা দুর্নীতির অভিযোগে অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল