নিজস্ব প্রতিবেদক: মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক ওরফে সুমন। শনিবার (২৯ জুন) রাত ১১ টার দিকে তিনি এ জিডি করেন। শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. মহিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডিতে হবিগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে তাঁর নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি') হোয়াটসঅ্যাপে কল করেন। ওসি জানান, তাঁকে (সায়েদুল হক) হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে মাঠে নেমেছে। ওসি তাঁকে বাইরে বের হওয়ার বিষয়েও সাবধান করেন।
জিডিতে সায়েদুল হক আরও বলেন, ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি তাঁদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাঁকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.