প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
নিয়মবহির্ভূত ভাবে আগত পি আই ও এর বিরুদ্ধে অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে শাহজাদপুর উপজেলায় এক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পি.আই.ও.)। আবুল কালাম আজাদের বদলি নিয়ে স্থানীয় সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া ও নিয়মনীতি উপেক্ষা করে নিয়মবহির্ভূত ভাবে সংশ্লিষ্ট কর্মকর্তা বদলি হয়ে শাহজাদপুর উপজেলায় যোগদান করেছেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, বদলির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত গাইডলাইন অনুসরণ না করে প্রভাব খাটিয়ে ও প্রভাবশালী মহলের সহায়তায় এই বদলি কার্যকর করা হয়েছে। এতে করে উপজেলার স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও তদারকির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন উঠেছে।'
এছাড়া, বদলির পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তা অফিসের নিয়ন্ত্রণ শক্তভাবে নিজের হাতে নেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নিজের ইচ্ছে পেশাদারিত্ববিহীন সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ উঠেছে। ফলে মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ব্যাপারে পি আই ও আবুল কালাম আজাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে অফিসে পাওয়া যায়নি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভড করেননি।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একই অফিসে কতবার যোগদান করতে পারবে এটা দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান অধিদপ্তর মন্রনালয়াধীন যারা আছেন তারা এ ব্যাপারে নির্দেশনা দেন আমার এ ব্যাপারে ধারনা নাই।'
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.