নিজ দেশের মুসলমানদের বাংলাদেশে পুশইন করছে ভারত: হিউম্যান রাইটস ওয়াচ

অনলাইন ডেস্ক: বিনা আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ভারতীয় মুসলমানদের পুশইন করছে ভারত সরকার—এমন অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার শত শত ভারতীয় বাঙালি মুসলমানকে জোরপূর্বক বাংলাদেশে পাঠাচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও মৌলিক ন্যায়বিচারের পরিপন্থী।

‘India: Hundreds of Muslims Unlawfully Expelled to Bangladesh’ শীর্ষক প্রতিবেদনে এইচআরডব্লিউ জানিয়েছে, ২০২৫ সালের মে মাস থেকে ভারত সরকার স্থানীয় বাঙালি মুসলমানদের ‘অবৈধ অভিবাসী’ হিসেবে চিহ্নিত করে কোনো আইনি যাচাই-বাছাই ছাড়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর নাগরিক হওয়া সত্ত্বেও এদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

এইচআরডব্লিউ-এর এশিয়া অঞ্চলের পরিচালক অ্যালেইন পিয়ারসন বলেন, “ভারত সরকার অবৈধ অভিবাসন রোধের নামে যথাযথ প্রক্রিয়া, মানবিক সুরক্ষা ও আন্তর্জাতিক মানবাধিকার মান বজায় না রেখেই মুসলমানদের বহিষ্কার করছে। এটি এক ধরনের বৈষম্য এবং মৌলিক অধিকারের লঙ্ঘন।”

প্রতিবেদনে বলা হয়, আসাম, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থান রাজ্যে মুসলমানদের আটক করে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তিদের অনেকেই মারধর, হুমকি এবং জোরপূর্বক সীমান্ত পার করানোর অভিযোগ করেছেন। এমনকি বন্দুকের মুখেও সীমান্ত অতিক্রমে বাধ্য করার নজির রয়েছে।

বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ ১,৫০০-রও বেশি মুসলমান পুরুষ, নারী ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে। এর মধ্যে মিয়ানমার থেকে আগত প্রায় ১০০ রোহিঙ্গা শরণার্থীও রয়েছে।

এইচআরডব্লিউ জানায়, জুন মাসে ১৮ জন ভুক্তভোগীর সাক্ষাৎকার নেওয়া হয়, যাদের কেউ কেউ বাংলাদেশে পাঠানোর পর পুনরায় ভারতে ফিরে যেতে পেরেছেন, আবার অনেকের পরিবারের সদস্য এখনো নিখোঁজ। সংস্থাটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি নিয়ে ৮ জুলাই চিঠি দিলেও কোনো সাড়া মেলেনি।

এদিকে ৮ মে বাংলাদেশ সরকারও ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে, যাচাই-বাছাই এবং নির্ধারিত চ্যানেল অনুসরণ ছাড়া কোনো পুশইন না করার জন্য। চিঠিতে বলা হয়, সন্দেহভাজনদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া ছাড়া কাউকে গ্রহণ করা হবে না।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, অভিবাসন নিয়ন্ত্রণের নামে এ ধরনের পদক্ষেপ মানবাধিকারের চরম লঙ্ঘন। ভারত সরকারকে অবশ্যই প্রতিটি মানুষের মৌলিক অধিকার রক্ষা করে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে হবে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে আবারো গোলাগুলি

অনলাইন ডেস্ক: কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো

শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ১ জন চিহ্নিত: আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় একজনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে সমকালকে

সুন্দরী তরুণী সেজে ফেসবুকে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, অপারেশন ডেভিল হান্টে ধরা

নিজস্ব প্রতিবেদক: নাম তার জোবাইরুল হক জিয়ান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারণ করেন নারীর ছদ্মবেশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করলেও সুন্দরী তরুণী সেজে ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে

ইতেকাফ সম্পর্কে আলোচনা

ইতেকাফ শব্দের অর্থ হচ্ছে- বিচ্ছিন্ন থাকা, নিঃসঙ্গ, অবস্থান করা, ইত্যাদি। আর শরীয়তের পরিভাষায় ইতেকাফ হচ্ছে দুনিয়াবি সকল প্রকার কার্যকলাপ থেকে আলাদা হয়ে শুধুমাত্র মহান বরের

আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের

নিজস্ব প্রতিবেদক: গণভোট আগে না হলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো.

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে ২০ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর