নিজাম হাজারীর ৫৪৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের ঢাকা-১ কার্যালয়ে আলাদাভাবে মামলা দুটি করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক নূরুল হুদা বাদী হয়ে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করা হয়। এজাহারে বলা হয়, তিনি নিজের ও নিজ মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে ৮২টি হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার লেনদেন করেন; যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এর মধ্যে ২৮০ কোটি ১৪ লাখ টাকা জমা ও ২৬৮ কোটি ৬৬ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়। ওই সব ব্যাংক হিসাবে বর্তমানে জমা রয়েছে ১২ কোটি ৬১ লাখ টাকা।

গতকাল দুদক মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিরা এমপি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন করেছেন।’

এদিকে দুদক পরিচালক আবুল হাসনাত বাদী হয়ে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অপর মামলাটি করেন। এজাহারে বলা হয়, তিনি অপরাধমূলক অসদাচারণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন। নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক হিসাব এবং ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাবে ৪৭ কোটি ১৯ লাখ টাকা জমা করেন। উত্তোলন করেন ৪৬ কোটি ৪৬ লাখ ৬১ হাজার টাকা। অনুসন্ধানে এটি সন্দেহজনক লেনদেন হিসেবে প্রমাণ মেলে।

জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করবে দুদক। গতকাল কমিশন এই অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অনুসন্ধানের লক্ষ্যে উপপরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে।

দুর্নীতিগ্রস্ত আমলাদের রেহাই দেবে না দুদক

এখন থেকে দুদক আমলাদের দুর্নীতি অনুসন্ধান জোরদার করবে। গতকাল দুদকের মুখপাত্র জানান, টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্যমতে ও গণমাধ্যমে আমলাদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের অনাগ্রহের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। আমলাতন্ত্রের যে কোনো পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে যমুনার ভাঙ্গণে ক্ষতিগ্রস্তরা পেল নতুন বসতবাড়ি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি, জালালপুর ও কৈজুরি ইউনিয়নের যমুনা নদীর ভাঙ্গণে ক্ষতিগ্রস্তরা নতুন বসতবাড়ি পেয়ে নতুন জীবন ফিরে পেয়েছে। তারা এখন স্ত্রী সন্তান

অঞ্জনাকে নিয়ে ফিরছেন মনির খান

ঠিকানা টিভি ডট প্রেস: নন্দিত গায়ক মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’। সেই অ্যালবামে ‘অঞ্জনা’ শ্রোতাদের বেশ প্রশংসা পায়। প্রতিবছরের মতো এবার নতুন

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে আসার পর তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ

এবার ভারতের হাসপাতালে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ছাড়

আন্তর্জাতিক ডেস্ক: দু’দেশের রাজনৈতিক বৈরিতার কারণে বাংলাদেশি রোগীদের বয়কটের ডাক দিয়েছিল ভারতের একাধিক হাসপাতাল। তবে এরই মধ্যে ভিন্ন পথে হাঁটেছে দেশটির চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান

আধা ঘণ্টায় ১২ কেজির শিঙাড়া খেতে পারলে লাখ টাকা পুরস্কার!

শিঙাড়া খেতে কার না পছন্দ! সকালে কিংবা সন্ধ্যার নাশতায় গরম গরম শিঙাড়ার জুড়ি মেলা ভার। এক বসায় চার-পাঁচটি শিঙাড়া খাওয়া অনেকের কাছে কোনো ব্যাপারই না।

কাছারিবাড়িতে ভ্রমণবঞ্চিত চিত্রনায়ক উজ্জ্বল, দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরের কাছারিবাড়িতে ঈদ ভ্রমণে গিয়ে প্রধান ফটক থেকেই ফিরে যেতে হয়েছে জনপ্রিয় চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে। দর্শনার্থীদের জন্য